ফের সন্দেশখালিকে অশান্ত করার চেষ্টা। এবার তৃণমূল করার অপরাধে এক মহিলাকে বেধড়ক মারধর করা হল। ঘটনায় অভিযোগের তীর বিজেপি আশ্রিত স্থানীয় দূষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক বিজেপি নেত্রীর নামও উঠে এসেছে। অভিযুক্ত ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন নিগৃহীতা দীপালি মণ্ডল। তাঁর অভিযোগ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে সমর্থন করি। কিন্তু স্থানীয় বিজেপি সমর্থকরা তাঁকে তৃণমূল না করার জন্য হুমকি দিচ্ছিল। একাধিকবার হুমকি দেওয়া হয় তাঁকে।
এরপরই শনিবার তাঁকে বিজেপির জনক মণ্ডল, অপর্ণা মণ্ডল আচমকা এসে মারধার করে। প্রথমে রাস্তায় ফেলে লাঠি দিয়ে চলে মার।তারপর নির্বিচারে লাথি, ঘুষি, চড় মারতে থাকে। হামলাকারী সংখ্যায় মোট পাঁচজন ছিল বলেই জানিয়েছেন ওই নিগৃহীতা।