Saturday, November 8, 2025
    উৎপল সিনহা

তুমি ব্যাট হাতে মাঠে নামলে , চারপাশে তাকালে এবং প্রথম বলেই ছক্কা হাঁকালে …

এ পিচ সে পিচ নয় ভাই । তাই সাবধান ! এখানে পিচে বল প’ড়ে কী আচরণ করবে তা বুঝতে বুঝতেই ১০ ওভার পার হয়ে যাবে । দেখলে না শুরুতেই কেমন অঘটন ঘটলো ! Ki 8hh

শ্রীলঙ্কা মাত্র ৭৭ রানে অলআউট , বিপক্ষে দক্ষিণ আফ্রিকা । আবার মাত্র ১০ ওভারে ৯০ করে ফেললো স্কটল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে , তাও বিনা উইকেটে ! পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে দিলো ক্রিকেটে হামাগুড়ি দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র । আফগানিস্তান মাত্র ৭৫ রানে গুটিয়ে দিলো নিউজিল্যান্ডের মতো প্রতিষ্ঠিত দলকে । অবশ্য ভারত পাকিস্তানের বিরুদ্ধে যথারীতি জিতলো , তবে বেশ টলমল করতে করতে ।

সবমিলিয়ে জমে উঠেছে এবারের টি-২০ বিশ্বকাপ । আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ । কুড়িটা দল খেলছে এই বিশ্বকাপে । নেপাল , পাপুয়া নিউগিনি , ওমান , উগান্ডা , কানাডা , নেদারল্যান্ড , নামিবিয়া , স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড এবারের বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিয়েছে । উল্লেখ্য , পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৪ ওভার হাত ঘুরিয়ে একটিও রান খরচ না করে ৩ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের ফার্গুসন । ৪ ওভার , ৪ মেডেন , ০ রান , ৩ উইকেট !
ব্যাটসম্যানদের পৌষমাস আর বোলারদের সর্বনাশ দেখতে দেখতে যে একঘেয়েমি আমাদের গ্রাস করেছিল তা থেকে এবার মুক্তি পাওয়া গেছে । এ শুধু যে স্বাদবদল তাই নয় , এক অর্থে বাঁকবদল । প্রাণবন্ত পিচ। একপেশে নয় , সবার জন্য সমান সুবিধা ।

প্রাথমিক পর্বের খেলা শেষ হয়ে গেছে । এখন চলছে সুপার-৮ পর্ব । বেশ কয়েকটা ভালো দল ইতিমধ্যেই এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে । ছিটকে গেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড ।
টিকে আছে ভারত , ইংল্যান্ড,অস্ট্রেলিয়া , দক্ষিণ আফ্রিকা , ওয়েস্ট ইন্ডিজ , আফগানিস্তান , বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র । আফগানিস্তান আগেই দেখিয়েছে নিজেদের ‘ জলবা ‘ । সুপার-৮ এ বাংলাদেশের অংশগ্রহণ বেশ তাৎপর্যপূর্ণ । সবচেয়ে অবাক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র । তারা সত্যিই উন্নত ক্রিকেট খেলেছে । ভারসাম্য আছে এই দলটায় ।

উপমহাদেশীয় বংশোদ্ভূত ক্রিকেটারে ঠাসা এই দল । অঘটন ঘটাতে তারা যে সক্ষম তা ইতিমধ্যেই প্রমাণিত । আবহাওয়ার খামখেয়াল , বৃষ্টি , বিভিন্ন মাঠের পরিকাঠামো এবং টস মাঝেমধ্যেই উল্লেখযোগ্য হয়ে উঠছে এবারের টি-২০ বিশ্বকাপে । এইসব কারণেই ভিন্নস্বাদের এক বিশ্বকাপ উপভোগ করা এবার বহুবছর পর ।

প্রাথমিক পর্বের হিসেব অনুযায়ী বিশ্লেষণ করলে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এটা একটা ‘ লো স্কোরিং ‘ বিশ্বকাপ । ২০০ রানের গণ্ডি পার করেছে কেবল অস্ট্রেলিয়া ( ২০১ / ৭ ) ইংল্যান্ডের বিপক্ষে , শ্রীলঙ্কা ( ২০১ / ৬ ) নেদারল্যান্ডের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজ ( ২১৮ / ৫ ) আফগানিস্তানের বিপক্ষে । দারুণ কিছু বোলিং স্পেল ও অনবদ্য কয়েকটি ক্যাচ দেখা গেছে ইতিমধ্যেই ।

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার লক্ষ্য সামনে রেখেই এবার আইসিসি টি-২০ বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসেবে আমেরিকাকে বেছে নিয়েছে এবং এক্ষেত্রে এখনও পর্যন্ত তারা অনেকটাই সফল ।

এবার আসা যাক ভারতীয় ক্রিকেট দলের কথায় । নিঃসন্দেহে ভারসাম্যপূর্ণ দল । গ্রুপ পর্বের খেলাগুলোয় জিতেছে । সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তান , বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বাধা টপকাতে হবে । ওপেনার হিসেবে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি প্রাথমিক পর্বে । অধিনায়ক রোহিতও খুব একটা ভালো খেলছেন না ।

পিচের অপ্রত্যাশিত বাউন্স অবশ্যই এই ব্যর্থতার অন্যতম কারণ । চমৎকার ব্যাট করছেন ঋষভ, সেই সঙ্গে উইকেট কিপিং । ব্যাটেবলে ভরসা দিচ্ছেন অলরাউন্ডার হার্দিক । ফর্মে আছেন সূর্য । এই ধরনের অপ্রত্যাশিত বাউন্সভরা উইকেটে ব্যাটারদের উদ্ভাবনী ক্ষমতা ভীষণ কাজে দেয় । বুমরা যথারীতি দারুণ বোলিং করছেন । তবে বোলারদের মধ্যে এবার সবচেয়ে বেশি নজর কাড়ছেন আর্শদীপ । দারুণ সম্ভাবনাময় বোলার । ভারত যথেষ্ট শক্তিশালী । ফাইনালে ওঠার মতোই দল ।

কাপ জিততেই পারে । কিন্তু ফাইনালে যদি আবার হারে , তাহলে কিন্তু ভারতকে ‘ ফাইনাল চোকার্স ‘ নামক বদনামটি বয়ে বেড়াতে হবে । আশা করা যায় তেমন পরিস্থিতি হবে না ।
জয়ী হবে আমাদের দেশ ।

আরও পড়ুন- সন্দেশখালিতে বিজেপির হা.মলায় আ.ক্রান্ত মহিলা তৃণমূল কর্মী

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version