ইউজিসি নেট-এর পর এবার স্থগিত NEET-PG! কাল হচ্ছে না পরীক্ষা, জানাল কেন্দ্র

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা NEET এর প্রশ্নফাঁসের ঘটনার পর থেকে তোলপাড় দেশ। একের পর এক পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশ্নের মুখে লক্ষাধিক পরিক্ষার্থীর ভবিষ্যৎ। আরও এক পরীক্ষা স্থগিত করা হল। এবার মেডিক্যালের স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা স্থগিত রাখার সিদ্ধান্ত জানাল স্বাস্থ্যমন্ত্রক।

আগামীকাল ২৩ জুন অর্থাৎ রবিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রবেশিকার আগের রাতে বাতিল (NEET-PG Exam) করা হল পরীক্ষা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

নেট ও নিট নিয়ে একাধিক অভিযোগ উঠেছে গত কয়েকদিনে। প্রশ্ন ফাঁস থেকে দুর্নীতি, একের পর এক মারাত্মক সব অভিযোগে দুষ্ট এই দুই প্রবেশিকা। সেই আবহে স্বচ্ছতার স্বার্থেই নিট পিজি এন্ট্রান্স (NEET PG Entrance) বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। একের পর এক পরীক্ষা বাতিল হচ্ছে এবার। খুব শীঘ্রই পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

আরও পড়ুন- তুরস্ককে ৩-০ উড়িয়ে ইউরো কাপের শেষ ষোলোতে পর্তুগাল