Thursday, August 21, 2025

বিধানসভার স্পিকারকে উপেক্ষা করে রাজ্যপালের চিঠি অসম্মানজনক, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

রাজ্যের দুই নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ নিয়ে অত্যন্ত নিয়ে ঘৃণ্য এবং নিন্দনীয় কাজ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথের অনুমতি চেয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি দিলেও তার উত্তর না দিয়ে বরানগর ও ভগবানগোলার নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে রাজভবনে শপথ নেওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন বোস। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে বোসের এই কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিধানসভার স্পিকারের চিঠি উপেক্ষা করে নবনির্বাচিত বিধায়কদের এভাবে ডেকে পাঠানো নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্যপালের ভূমিকা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয়। ওই পদে বসে এই ভূমিকা কাম্য নয়। মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের অসম্মান করেছেন রাজ্যপাল বোস।

শনিবার রাজভবনের তরফে দুই নবনির্বাচিত বিধায়ককে চিঠি পাঠিয়ে রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে ডেকে পাঠান রাজ্যপাল বোস। নয়া বিধায়ক বিধানসভায় স্পিকারের কাছে শপথ নেবেন, এটাই রীতি। কিন্তু রাজ্যপাল সেই রীতি ভেঙে সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ করছেন। চিঠির বয়ানেরও তীব্র নিন্দা করেছে তৃণমূলের পরিষদীয় দল। মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এই নিয়ে বলেন, চিঠিতে লেখা রয়েছে রাজ্যপাল নন, রাজভবন মনোনীত কেউ নবনির্বাচিত বিধায়কদের শপথ পড়াবেন। এটাকে আমরা অসম্মানজনক বলে মনে করছি। এটা রীতি নয়। তাছাড়া শপথ নিয়ে স্পিকারের চিঠির কোনও উত্তর না দিয়ে রাজ্যপাল নিজে বিধায়কদের চিঠি লিখলেন কেন, সেই প্রশ্নও থাকছে। আমরা বিষয়টা নিয়ে দলীয় স্তরে আলোচনা করছি। মুখ্যমন্ত্রীর পরামর্শ নেওয়া হবে। তারপরই ঠিক হবে, ২৬ তারিখের অনুষ্ঠানে যাওয়া হবে কি না।

আরও পড়ুন- ইউজিসি নেট-এর পর এবার স্থগিত NEET-PG! কাল হচ্ছে না পরীক্ষা, জানাল কেন্দ্র

 

spot_img

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...