দুর্যোগে-দুর্ভোগে নাকাল উত্তরবঙ্গ। একে বন্যা পরিস্থিতি তার উপর কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা আবার হলং বাংলোতে আগুন সব মিলিয়ে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। এবার তাঁদের পাশেই দাঁড়ালো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। পুজোর বাজেট থেকে একটা বড় অংশের ব্যয় বাহুল্য কাটছাঁট করে উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে চলছে এই পুজো কমিটি । টালা পার্ক ময়দানে রবিবার খুঁটি পুজোর সময় এলাকার বাড়ি বাড়ি ত্রাণ সংগ্রহ করা হয়। সেই ত্রাণ পাঠানো হবে উত্তরবঙ্গে। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নিহত যাত্রীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং হলং বন বাংলোর নব কলেবরে আত্মপ্রকাশের জন্য মায়ের কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

আরও পড়ুন- ২৬ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠক, বিজ্ঞপ্তি জারি নবান্নের