Monday, August 25, 2025

এক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগের তীর তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে ওই তরুণী নিখোঁজ ছিলেন । দু’দিন পর জলাশয়ে তাঁর দেহ ভেসে ওঠে। পরিবারের অভিযোগ পাওয়ার পরই মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, নরেন্দ্রপুরের বাসিন্দা ওই তরুণী বারুইপুরে মামাবাড়িতে এসেছিলেন। সেখানেই মদনপুর এলাকায় অভিযুক্তের বাড়ি। পুলিশ জানতে পেরেছে, তরুণীর সঙ্গে ওই যুবকের আলাপ হয়েছিল ফেসবুকের মাধ্যমে। স্থানীয়রা জানিয়েছেন, কিছু দিন আগে দিদিমার সঙ্গে তরুণী মামাবাড়িতে এসে থাকছিলেন। শুক্রবার রাতে ফোন করে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তার পর থেকেই মেয়েটির খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’দিন নিখোঁজ ছিলেন তরুণী। স্থানীয় জলাশয়ে তাঁর দেহ ভেসে ওঠে। পরিবারের তরফে ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পরিজনদের অভিযোগ, শুধু ওই যুবক নন, আরও কয়েক জন মিলে তরুণীকে ধর্ষণ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে প্রেমিক এবং আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের এলাকায় যথেষ্ট বদনাম আছে। মহিলাদের কটূক্তি থেকে শুরু করে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে। মৃতের পরিবার জানিয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তরুণী। তার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। রাত ১১টায় তাঁর ফোন বন্ধ হয়ে যায়। এখনও সেই ফোন খুঁজে পাওয়া যায়নি। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানিয়েছেন, তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা তদন্ত করছি।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version