বড়পর্দায় ফিরছেন মহুয়া, বাংলা বিনোদুনিয়ার ‘দুয়োরানি’র মৃত্যু রহস্যের সমাধান!

মাত্র ২৬ বছর বয়সে জীবন শেষ। যদিও তার আগেই আশিটি সিনেমায় কাজ করে ফেলেছেন। মহুয়া রায়চৌধুরী (Mahua Roy Chowdhury)। এ মেয়ের যেমন রূপ তেমন গুণ। কিন্তু তাঁর জীবনটা যে এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। সেই মহুয়া ফিরছেন বড়পর্দায়। ‘দাদার কীর্তি’ নায়িকাকে সকলের সামনে আনছেন প্রযোজক রানা সরকার(Rana Sarkar)। তাহলে তপন সিনহা, তরুণ মজুমদারের অত্যন্ত স্নেহধন্য নায়িকার মৃত্যু জট খুলতে চলেছে? সিনে জীবনীতেই ধরা পড়বে মহুয়ার জীবনের চরম ঘটনার আসল কারণ? সিনেমার নাম ‘গুনগুন করে মহুয়া’, পরিচালনায় নতুন মুখ সোহিনী ভৌমিক। গবেষণা-চিত্রনাট্যে দেবপ্রতিম দাশগুপ্ত এবং সোহিনী নিজেই।

বাণিজ্যিক ধারা হোক বা সমান্তরাল ছবি— দুই ক্ষেত্রেই জাত অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী। কিন্তু সারা জীবন নানা বিতর্ক তাঁকে জড়িয়ে রেখেছিল। মৃত্যুতেও রহস্য। এই সবকিছু মিলে এই প্রজন্মের কাছে যেন পৌঁছতে পারলেন না মহুয়া। মহুয়ার চরিত্রে কাকে দেখা যাবে? প্রযোজকের মতে, ‘‘অনেকে ভাবনায় রয়েছেন। এক্ষুনি কারও নাম করতে পারছি না।’’ প্রথম ছবি হিসেবে সোহিনীর কাঁধে কি বড় দায়িত্ব? পরিচালক বলছেন, ছোট থেকে যাঁর ছবি দেখে বড় হয়েছি তাঁকে নিয়ে কাজ করা সৌভাগ্যের ব্যাপার। সেপ্টেম্বর প্রয়াত অভিনেত্রীর জন্মমাস। ওই মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা।