Thursday, December 18, 2025

নিট পরীক্ষার্থীদের কাছে ‘অক্সিজেন’! প্রাইভেট টিউটর থেকে কোটিপতি অলখের আসল পরিচয় জানেন?

Date:

Share post:

দেশজুড়ে নিট নিয়ে উত্তেজনা তুঙ্গে। লোকসভা ভোট (Loksabha Election) মিটতেই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসলেও নিট সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষা বাতিলের প্রতিবাদে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ পড়ুয়ারা। ইতিমধ্যে জাঁতাকলে পড়ে পড়ুয়াদের সর্বনাশ হয়েছে। এবার নিটে (NEET) দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে মোদি সরকারের মিথ্যাচারের তীব্র বিরোধিতা করে পড়ুয়াদের পক্ষে সওয়া করলেন এক জনপ্রিয় শিক্ষক। দেশের মধ্যে ১০১তম ইউনিকর্ন সংস্থা আছে তাঁর। আর সেই শিক্ষকের লড়াইতে আশ্বাস পেয়েছেন হাজার হাজার পরীক্ষার্থী।

নিটকে ঘিরে গড়ে ওঠা, পড়ুয়াদের আলার আলো দেখানোর প্রধান কারিগর তিনি। কিন্তু সেই ব্যক্তি একদিন ছিলেন সামান্য এক টিউশন মাস্টার। কঠিন লড়াই আর অদম্য জেদ বুকে নিয়ে আজ ৮০০০ কোটির সংস্থার সিইও তিনি। হ্যাঁ তিনি অলখ পান্ডে। সারা দেশ তাঁকে একডাকে চেনে। তবে আচমকা প্রাইভেট টিউটর থেকে সিইও হয়ে ওঠার গল্প নতুন একেবারেই সহজ ছিল না। কিন্তু কীভাবে কীভাবে এই উচ্চতায় পৌঁছলেন তিনি? সেই গল্প আপনাদের শোনাবো।

তবে অলখের আরও একটি পরিচয় আছে। তিনি দেশজুড়ে ফিজিক্সওয়ালা নামে পরিচিত। একসময় বি-টেক পড়তে গিয়েও ব্যর্থ হয়েছিলেন অলখ। ২০১৪ সালে বি-টেক চতুর্থ বর্ষে অকৃতকার্য হওয়ার পরেই তিনি একটি ইউটিউব চ্যানেল শুরু করেন। তখনই এই চ্যানেলের নাম দেন ‘ফিজিক্সওয়ালা’। চ্যানেল শুরু করার প্রধান উদ্দেশ্য ছিল যাতে তিনি খুব সহজে ছাত্র-ছাত্রীদের পদার্থবিদ্যার জটিল বিষয়গুলি বোঝাতে পারেন। ১৯৯১ সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন অলখ পান্ডে, বিশপ জনসন স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। তবে অর্থাভাবে আইআইটিতে পড়ার সুযোগ হয়নি তাঁর, কানপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন অলখ। কিন্তু সেই পড়াও শেষ করতে পারেননি।

এরপরই পরিবারের কথা ভেবে বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদের প্রাইভেট টিউশন পড়াতে শুরু করেন অলখ। একাদশ শ্রেণিতে পড়ার সময়েই ছাত্র পড়িয়ে তিনি প্রায় ৫০০০ টাকা উপার্জন করতেন। এরপরই ২০১৪ সালে শুরু করেন নিজের ইউটিউব চ্যানেল ‘ফিজিক্সওয়ালা-অলখ পান্ডে। প্রথমদিকে তেমন সাফল্য না পেলেও পরে কোটা থেকে স্টাডি মেটেরিয়াল আনিয়ে নিজে পড়াশোনা করে ক্লাস নিতে শুরু করেন অলখ। সম্প্রতি তাঁর ইউটিউবে সাবস্ক্রাইবার ১২.৫ মিলিয়ন।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...