Saturday, December 13, 2025

দুর্ভাগ্যজনক! স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত একতরফা: স্পষ্ট জানালেন অভিষেক

Date:

Share post:

“স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত একতরফা। এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, কোনো আলোচনা হয়নি।“- মঙ্গলবার লোকসভা অধিবেশনে ঢোকার মুখে একথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে, অধিবেশনে কংগ্রেস (Congress) সাংসদ তথা নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) পাশে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক।মঙ্গলবার লোকসভা স্পিকার মনোনয়ন ঘিরে সকাল থেকে সরগরম সংসদ। NDA জোট স্পিকার পদে বিজেপি সাংসদ ওম বিড়লার (Om Birla) নাম প্রস্তাব করে। প্রাথমিক ভাবে সম্মত হলেও, কংগ্রেস ডেপুটি স্পিকার পদটি দাবি করে। কারণ, সংসদীয় রাজনীতিতে বিরোধীদের ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়ার রীতি ছিল। কিন্তু সেই প্রস্তাব মানতে নারাজ মোদি সরকার। তখন স্পিকার পদে প্রার্থী দিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। কে সুরেশের নাম স্পিকার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এই বিষয় নিয়ে INDIA-র সঙ্গীদের সঙ্গে কোনও রকম আলোচনার রাস্তায় হাঁটেননি রাহুলরা। আচমকা এই সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করে তৃণমূল। লোকসভায় ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক (Abhishek Banerjee) জানান, “বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক। বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হয়েছে।“  একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, এই বিষয়ে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল বৈঠকে বসছে।

তবে, এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই সংসদের ভিতরে রাহুল গান্ধীর পাশে বসে একান্ত আলাপচারিতা করতে দেখা যায় অভিষেককে। স্পিকার নির্বাচন থেকে অধিবেশনে সমন্বয় নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। তবে, এই বিষয়ে দলের তরফ থেকে কিছু জানানো হয়নি। বুধবার দলের লোকসভার সব সাংসদকে সকাল ১০.৪৫ মিনিটের মধ্যে পুরনো সংসদ ভবনের দলীয় কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দিল তৃণমূল।





spot_img

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...