Thursday, January 22, 2026

দুর্ভাগ্যজনক! স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত একতরফা: স্পষ্ট জানালেন অভিষেক

Date:

Share post:

“স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত একতরফা। এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, কোনো আলোচনা হয়নি।“- মঙ্গলবার লোকসভা অধিবেশনে ঢোকার মুখে একথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে, অধিবেশনে কংগ্রেস (Congress) সাংসদ তথা নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) পাশে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক।মঙ্গলবার লোকসভা স্পিকার মনোনয়ন ঘিরে সকাল থেকে সরগরম সংসদ। NDA জোট স্পিকার পদে বিজেপি সাংসদ ওম বিড়লার (Om Birla) নাম প্রস্তাব করে। প্রাথমিক ভাবে সম্মত হলেও, কংগ্রেস ডেপুটি স্পিকার পদটি দাবি করে। কারণ, সংসদীয় রাজনীতিতে বিরোধীদের ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়ার রীতি ছিল। কিন্তু সেই প্রস্তাব মানতে নারাজ মোদি সরকার। তখন স্পিকার পদে প্রার্থী দিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। কে সুরেশের নাম স্পিকার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এই বিষয় নিয়ে INDIA-র সঙ্গীদের সঙ্গে কোনও রকম আলোচনার রাস্তায় হাঁটেননি রাহুলরা। আচমকা এই সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করে তৃণমূল। লোকসভায় ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক (Abhishek Banerjee) জানান, “বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক। বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হয়েছে।“  একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, এই বিষয়ে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল বৈঠকে বসছে।

তবে, এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই সংসদের ভিতরে রাহুল গান্ধীর পাশে বসে একান্ত আলাপচারিতা করতে দেখা যায় অভিষেককে। স্পিকার নির্বাচন থেকে অধিবেশনে সমন্বয় নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। তবে, এই বিষয়ে দলের তরফ থেকে কিছু জানানো হয়নি। বুধবার দলের লোকসভার সব সাংসদকে সকাল ১০.৪৫ মিনিটের মধ্যে পুরনো সংসদ ভবনের দলীয় কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দিল তৃণমূল।





spot_img

Related articles

T20 WC: ইডেন পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল, পুলিশের সঙ্গে সিএবির বৈঠক

দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। কলকাতায় বিশ্বকাপের সেমিফাইনাল সহ সাতটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের ঢাকের কাঠি পড়ে গিয়েছে। তৈরি...

মধ্যমগ্রামের বাদুতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রামে (Massive fire in Madhymgram)! সেখানের একটি রং তৈরির রাসায়ানিক কারখানায় বিধ্বংসী এই আগুন লাগার...

৫০বছরের পূর্তির আগেই ‘বই তীর্থ’: গিল্ডের আবদার মেনে বইমেলায় বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চেই গিল্ডের আবদার বইয়ের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

কূটনীতির জন্য ক্রিকেটকে জলাঞ্জলি, বিশ্বকাপ বয়কট বাংলাদেশের

জল্পনার অবসান, টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ভারতে আসবে না বাংলাদেশ (Bangladesh ), ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর...