রাতে ইউরো কাপে নামছে ইংল্যান্ড, সামনে স্লোভেনিয়া

মঙ্গলবার স্লোভেনিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড।

আজ রাতে ইউরো কাপের ম্যাচে নামছে ইংল্যান্ড। প্রতিপক্ষ স্লোভেনিয়া। চলতি ইউরোতে দুটো ম্যাচ খেলে ফেললেও, চেনা ছন্দে পাওয়া যায়নি গ্যারেথ সাউথগেটের দলকে। ডেনমার্কের বিরুদ্ধে ড্রয়ের পর হ্যারি কেনদের কড়া সমালোচনা করেছিলেন দুই প্রাক্তন তারকা গ্যারি লিনেকার ও অ্যালান শিয়েরার।

মঙ্গলবার স্লোভেনিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া কেনরা ম্যাচটা জিতলে তো বটেই, ড্র করলেও পরের রাউন্ডে পৌঁছে যাবেন। ম্যাচের আগে মিডিয়ার মুখোমুখি হয়ে কেন বলেন, ‘‘আমার ধারণা, ওঁদেরও কিছু দায়িত্ব রয়েছে। প্রত্যেকে নিজের মত প্রকাশ করতেই পারেন। কিন্তু ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার হিসাবে ওঁদেরও বোঝা উচিত, অনেকেই ওঁদের মন্তব্যে প্রভাবিত হন। তাই কিছু বলার আগে ওঁদের আরও ভাবা উচিত।’’ কেন আরও বলেছেন, ‘‘ওঁরা ইংল্যান্ডের হয়ে খেলেছেন। ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানো কতটা চাপের সেটা ওঁরা ভাল করেই জানেন। নেতিবাচক মন্তব্য করে ওরা আমাদের চাপে ফেলে দিচ্ছেন।’’

এদিকে, ডেনমার্কের বিরুদ্ধে গোল করলেও, কেনের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ার্ধে তাঁকে তুলে নিয়েছিলেন কোচ গ্যারেথ সাউথগেট। কেন যদিও বলছেন, ‘‘ফিটনেসের জন্য আমাকে তোলা হয়নি। কোচের সেই সময় অন্য পরিকল্পনা ছিল। তাই আমাকে তুলে নেওয়া হয়েছিল। আমি একশো শতাংশ ফিট। ডেনমার্কের বিরুদ্ধে গোল করেছি। আশা করি, পরের ম্যাচেও গোল করব।’’

এদিকে, এই গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্ক মুখোমুখি হচ্ছে সার্বিয়া। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। অন্যদিকে, সমান ম্যাচে সার্বিয়ার পয়েন্ট শূন্য।

আরও পড়ুন- এবার স্টিম্যাচের পালটা ফেডারেশনের