Wednesday, November 5, 2025

ক্ষমা চাইবেন জুলিয়েন অ্যাসেঞ্জ, ২৩ ঘণ্টা একই সেলে কাটানোর দিন শেষের আশা

Date:

Share post:

আমেরিকার গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য ফাঁসের অভিযোগে বন্দি দশা কাটার আশা উইকিলিক্স কর্তা জুলিয়েন অ্যাসেঞ্জের। আমেরিকার কাছে ক্ষমা চাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, দাবি নর্দার্ন মারিয়ানা দ্বীপের আদালতের। বুধবার তিনি ক্ষমা চাওয়ার প্রক্রিয়া শেষ করলে দীর্ঘ ১৪ বছরের তিক্ত লড়াইয়ের অবসান হওয়ার আশা। তবে সেক্ষেত্রেও তাঁকে আর জেলে নাও থাকতে হতে পারে বলে আশা আইনজীবীদের।

বর্তমানে লন্ডনের বেলমার্শের জেলে বন্দি জুলিয়েন অ্যাসেঞ্জ। সেখানে একটি বিচ্ছিন্ন সেলে সারাদিনের ২৩ ঘণ্টা কাটাতে হয় তাঁকে। একঘণ্টা তিনি শরীরচর্চার জন্য বাইরে বেরোতে পারেন। যদিও ২০১৯ সালে ইংল্যান্ডের পুলিশের হাতে বন্দি হওয়ার পরে ২০২২ সালে দীর্ঘদিনের সঙ্গিনী স্টেলা মরিসকে বিয়ে করেন তিনি কারাবাসেই। ইকুয়েডরের দূতাবাস, যেখানে তিনি সুইডেনের যৌন হেনস্থার হাত থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলেন, সেখানেই স্টেলা তাঁর সন্তানের জন্ম দেন। এযাবৎকাল পর্যন্ত আমেরিকার সঙ্গে অ্যাসেঞ্জের আইনি লড়াইতে স্টেলা তাঁর পাশেই রয়েছেন।

সম্প্রতি আদালত অ্যাসেঞ্জের আবেদনে সম্মতি দিয়ে তাঁর আমেরিকার ভূখণ্ডে প্রবেশ আটকে দেয়। এরপরই আমেরিকার কমনওয়েল্থভুক্ত দেশের মধ্যে নর্দার্ন মারিয়ানা দ্বীপে তাঁর মামলার শুনানি হয়। সেখানেই নিজের দোষের জন্য ক্ষমা চাওয়ার আবেদন করেন তিনি। বুধবার সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। আইনিভাবে তাঁর পাঁচ বছরের শাস্তি ঘোষণা হতে পারে। তবে ইতিমধ্যেই তার বেশি সময় তিনি ইংল্যান্ডের জেলে শাস্তি ভোগ করেছেন বলে নতুন করে তাঁকে জেলে নাও থাকতে হতে পারে।

২০১০ সালে আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য জেল থেকে মুক্তির বিনিময়ে ফাঁস করার অপরাধে প্রথম সংবাদের শিরোনামে আসেন উইকিলিক্স কর্ণধার জুলিয়েন অ্যাসেঞ্জ। তার আগে সুইডিশ কোর্টে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করেন তাঁর কর্মচারীরা। তবে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে থাকায় ২০১৯ সাল পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি। ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেফতার করলেও আদালত তাঁকে সুইডেন বা আমেরিকায় প্রত্যর্পণ করা থেকে বাঁচিয়ে রেখেছিল। অবশেষে ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে মুক্তির পথ পেতে চলেছেন ৫২ বছরের টেক কর্ণধার।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...