Thursday, November 27, 2025

ওম বিড়লার VS কে সুরেশ! স্পিকার নির্বাচনে নজিরবিহীন ভোটাভুটির পথে লোকসভা

Date:

Share post:

“বিনা যুদ্ধে নাহি দেবো…”! লোকসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা! সম্ভবত এই প্রথম ভাঙতে চলেছে লোকসভার প্রথা। সর্বসম্মতিক্রমে নির্বাচিত হচ্ছেন না স্পিকার (Speaker)। স্বাধীন ভারতে লোকসভার স্পিকার নির্বাচনে এই প্রথম ভোটাভুটির পথে যাচ্ছে শাসক-বিরোধী! NDA প্রার্থী ওম বিড়লার বিপরীতে INDIA জোটের স্পিকার পদ প্রার্থী কে সুরেশ। দু’তরফে মনোনয়ন জমা দেওয়া হয়েছে বলে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল, বুধবার লোকসভার স্পিকার পদে নির্বাচন।

NDA-র পক্ষ থেকে ওম বিড়লাকে লোকসভার অধ্যক্ষ (Speaker) পদের জন্য বেছে নেওয়া হয়। প্রাথমিকভাবে তাঁকেই সমর্থনে রাজি হলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদল INDIA জোট। করা হচ্ছে, বিরোধীদের পক্ষ থেকে রাজনাথ সিংয়ের কাছে যে শর্ত রাখা হয়েছিল, তা পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত। INDIA জোটের পক্ষ থেকে ডেপুটি স্পিকার চাওয়া হয়েছিল, সেই শর্তে NDA রাজি না হওয়াতেই স্পিকার পদে নির্বাচন।

স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার লোকসভা স্পিকার পদের নির্বাচনের জন্য ভোটাভুটি হতে চলেছে। এর আগে ১৭টি লোকসভায় শাসক-বিরোধী সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয়েছিল স্পিকার। ২০১৪ সালে BJP এই পদে বেছে নিয়েছিল NDA শরিক AIADMK-র সাংসদ এম থাম্বি দুরাইকে। ২০১৯ সাল থেকে এই পোস্টটি খালিই রয়েছে। এবার কংগ্রেসের হাতে পর্যাপ্ত সাংসদ থাকায় ডেপুটি স্পিকারের জন্যও ঝাঁপাতে পারে INDIA শিবির।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “সোমবার সন্ধ্যায় খাড়গেজিকে ফোন করেছিলেন রাজনাথ সিং। লোকসভার অধ্যক্ষ পদে NDA প্রার্থীকে সমর্থনের জন্য আহ্বান জানান তিনি। প্রস্তাবে INDIA জোটের শরিকরা রাজি হন। সকলের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয় আমরা স্পিকার পদের জন্য শাসক শিবিরের প্রার্থীকে সমর্থন জানাব। সে বার্তা রাজনাথ সিংকে জানিয়েও দেন খাড়গেজি। বদলে আমাদের একটি শর্তের কথাও জানানো হয়। ডেপুটি স্পিকার পদ ছাড়তে হবেINDIA শিবিরকে। কিন্তু রাজনাথ সিং আর কল ব্যাক করেননি।”

এ প্রসঙ্গে কে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ”ওরা বলেছিল ডেপুটি স্পিকারের নাম বেছে নেওয়া হলে তবেই স্পিকারকে সমর্থন জানাবেন। এই ধরণের রাজনীতি আমরা সমর্থন করি না। সঠিক প্রথা হল সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচন করা। তিনি গোটা সংসদের। ডেপুটি স্পিকারও কোনও দল কিংবা শিবিরের নয়। তিনিও গোটা সংসদেরই। ফলে সংসদে সর্বসম্মতিক্রমে সমর্থনের প্রয়োজন।”

ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্পিকার পদে মনোনয়ন দেন NDA সাংসদ ওম বিড়লা। এরপর INDIA জোটের তরফে মনোনয়ন জমা করানো হয় কে সুরেশকে দিয়ে। ফলে নজিরবিহীন ভাবে এবার লোকসভায় স্পিকার নির্বাচন হতে চলেছে।

আরও পড়ুন: বিজেপি সাংসদ সৌমিত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি! 

 

spot_img

Related articles

আম্বেদকর মূর্তি নিয়ে বিধানসভায় প্রশ্ন বিজেপি বিধায়কের

বিধানসভায় সংবিধান প্রণেতা বি. আর. আম্বেদকরের মূর্তি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। বুধবার আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরই...

কোচের পর মোহনবাগানে বদল হবে বিদেশিও! কী বার্তা দিলেন লোবেরা?

মোহনবাগানের কোচের পদ থেকে ছাঁটাই হোসে মোলিনা। স্প্যানিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। মোহনবাগানের নতুন...

বৌভাতের মঞ্চেই ইনিউমারেশন! দুই দায়িত্বে নাজেহাল সৌম্যদীপ

বিয়ে ঠিক হয়েছিল অনেক আগেই। কিন্তু ঠিক সেই সময়েই রাজ্যে ঘোষিত হল SIR, আর তার সঙ্গে বাড়তি দায়িত্ব...

গঙ্গাসাগর মেলা পর্যালোচনায় বৃহস্পতিবার নবান্নে উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী 

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির খতিয়ান তুলতে বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব...