কোপা আমেরিকায় আর্জেন্টিনা মাত্র দু’বার হেরেছিল চিলির বিরুদ্ধে। সেই দু’বারই ম্যাচ গড়িয়েছিল পেনাল্টিতে। নির্ধারিত সময়ের মধ্যে কখনও লিয়োনেল মেসিদের হারাতে পারেনি চিলি। বুধবার সকালে যদিও ড্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ৮৮ মিনিট পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না মেসিরা।

শেষ পর্যন্ত পর পর দু’ম্যাচে জয় তুলে নিল তারা। দু’ম্যাচেই গোল করলেন লাউতারো মার্তিনেস। দু’টি ম্যাচেই ৮৮ মিনিটের মাথায় গোল করলেন তিনি।
আগের ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। এ বার হারাল চিলিকে। গ্রুপ এ-তে রয়েছেন মেসিরা। ছ’পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে এখন তাঁরাই।
