Sunday, November 2, 2025

ফের কলকাতায় মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ! ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার ক্যাব চালক

Date:

ফের খাস কলকাতায় (Kolkata) মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক অ্যাপ ক্যাব (App Cab) চালকের বিরুদ্ধে। সূত্রের খবর, গাড়ির এসি চালানো নিয়ে ঝামেলার জেরে মহিলার সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত ক্যাব চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত চালকের নাম ললিত ছৌপল। ৩৪ বছরের ওই চালকের বাড়ি গড়িয়াহাটে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে গড়িয়াহাট যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব বুক করেছিলেন গাঙ্গুলিবাগানের এক মহিলা। গাড়িতে ওঠার পর ওই মহিলা যাত্রী এসির হাওয়া কমানোর জন্য অনুরোধ করেন। তিনি একাধিকবার বিষয়টি নিয়ে অ্যাপ ক্যাব চালককে অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি ওই গাড়ির চালক। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর গাড়িটি যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছতে গাড়ি থামানোর কথা বলে ওই মহিলা যাত্রী। গাড়ি থেকে এরপর নেমে যান তিনি। অন্যদিকে, ওই যাত্রী নেমে পড়তেই নেমে পড়েন সেই চালকও। এরপর দু’জনের মধ্যে ভাড়া নিয়ে বচসা শুরু হয়। মহিলার অভিযোগ, এই সময়েই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই গাড়ির চালক। চালকের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তোলেন তিনি।
এরপরেই পুলিশের দ্বারস্থ হয়ে পুরো বিষয়টি নিয়ে জানান তিনি। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তবে মহিলার থেকে ওই অ্যাপ ক্যাব চালকের তথ্য সংগ্রহ করে ২৪ ঘণ্টার মধ্যেই ওই চালককে গ্রেফতার করা হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...
Exit mobile version