Thursday, August 21, 2025

রাজ্যের মধ্যে নজির, সংশোধনাগারেই উচ্চশিক্ষা মাওবাদী নেতা অর্ণবের!

Date:

শিলদায় ইএফআর ক্যাম্পে হামলার (EFR Camp Attack in Silda) ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম (Maoist Leader Arnab Dam) সংশোধনাগারেই পড়াশোনা করে বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (Burdwan University)পরীক্ষা দিলেন। প্রথমে পশ্চিম মেদিনীপুরের জেলে রাখা হলেও ১৭ মার্চ তাঁকে নিয়ে আসা হয় হুগলি সংশোধনাগারে (Hooghly Jail)। এখানে এসেই তাঁকে পিএইচডি করার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন অর্ণব। এবার বিশ্ববিদ্যালয়ের সেই বিভাগে পুলিশি ঘেরাটোপে ভাইভা দিলেন তিনি।

১৪ বছর আগে ২০১০ সালে ১৫ ফেব্রুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। ওই ঘটনায় মৃত্যু হয় ২৪ জন ইএফআর জওয়ানের। মামলায় অন্যতম অভিযুক্ত অর্ণবের সাজা হয় গত বছর ২৯ ফেব্রুয়ারি। প্রথমে তাঁকে রাখা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের সংশোধনাগারে। তারপর মার্চ মাস থেকে তিনি বন্দি হুগলি সংশোধনাগারে। অর্ণবের পড়াশোনা করতে চাওয়ার আর্জি বিচারক শুনলেও সংশোধনাগারে কেউ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন নি। এরপর তিনি অনশন শুরুর কথা জানাতেই এপিডিআর অর্ণবের দাবিকে সমর্থন জানিয়ে হুগলি জেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। যেহেতু সংশোধনাগারে উন্নত মানের লাইব্রেরি আছে তাই পড়াশনায় খুব একটা সমস্যা হচ্ছে না অর্ণবের। বিশ্ববিদ্যালয়ের মৌখিক পরীক্ষায় পাশ করতে পারলে ইতিহাস নিয়ে গবেষণার সুযোগ পাবেন তিনি। রাজ্যের কোনও জেলে বসে আগে কেউ পিএইচডি করার মতো নজির গড়তে পারেননি। তাই অর্ণব দাম যদি তা করতে পারেন তাহলে ইতিহাস তৈরি হবে বলাইবাহুল্য।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version