Saturday, November 8, 2025

রাজ্যের মধ্যে নজির, সংশোধনাগারেই উচ্চশিক্ষা মাওবাদী নেতা অর্ণবের!

Date:

শিলদায় ইএফআর ক্যাম্পে হামলার (EFR Camp Attack in Silda) ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম (Maoist Leader Arnab Dam) সংশোধনাগারেই পড়াশোনা করে বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (Burdwan University)পরীক্ষা দিলেন। প্রথমে পশ্চিম মেদিনীপুরের জেলে রাখা হলেও ১৭ মার্চ তাঁকে নিয়ে আসা হয় হুগলি সংশোধনাগারে (Hooghly Jail)। এখানে এসেই তাঁকে পিএইচডি করার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন অর্ণব। এবার বিশ্ববিদ্যালয়ের সেই বিভাগে পুলিশি ঘেরাটোপে ভাইভা দিলেন তিনি।

১৪ বছর আগে ২০১০ সালে ১৫ ফেব্রুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। ওই ঘটনায় মৃত্যু হয় ২৪ জন ইএফআর জওয়ানের। মামলায় অন্যতম অভিযুক্ত অর্ণবের সাজা হয় গত বছর ২৯ ফেব্রুয়ারি। প্রথমে তাঁকে রাখা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের সংশোধনাগারে। তারপর মার্চ মাস থেকে তিনি বন্দি হুগলি সংশোধনাগারে। অর্ণবের পড়াশোনা করতে চাওয়ার আর্জি বিচারক শুনলেও সংশোধনাগারে কেউ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন নি। এরপর তিনি অনশন শুরুর কথা জানাতেই এপিডিআর অর্ণবের দাবিকে সমর্থন জানিয়ে হুগলি জেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। যেহেতু সংশোধনাগারে উন্নত মানের লাইব্রেরি আছে তাই পড়াশনায় খুব একটা সমস্যা হচ্ছে না অর্ণবের। বিশ্ববিদ্যালয়ের মৌখিক পরীক্ষায় পাশ করতে পারলে ইতিহাস নিয়ে গবেষণার সুযোগ পাবেন তিনি। রাজ্যের কোনও জেলে বসে আগে কেউ পিএইচডি করার মতো নজির গড়তে পারেননি। তাই অর্ণব দাম যদি তা করতে পারেন তাহলে ইতিহাস তৈরি হবে বলাইবাহুল্য।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version