Sunday, May 4, 2025

আদালতের নির্দেশে বৃহস্পতিবার থেকেই রাজ্য থেকে ফিরে যেতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। বাহিনী দিয়ে মুড়ে রাজ্যে অশান্তির বাতাবরণ থাকার যে ছবি বিরোধীরা তৈরি করার চেষ্টা করে চলেছে, তা যে সাজানো আদালতের নির্দেশে তা আরও একবার প্রমাণিত হল। ফলে বুধবারই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ শেষ হয়ে গেল। বুধবার এই নির্দেশ দেন বিচারপতি হরিশ টেন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

লোকসভা নির্বাচন নজিরবিহীন সাত দফায় করার পরেও কোনও সুবিধা করতে পারেনি বিজেপি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন হওয়া রাজ্যের মধ্যে অন্যতম বাংলাকে বলেই দাবি করেছে। তারপরেও রাজ্যে বারবার অশান্তির অভিযোগ তুলে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে বিরোধীরা। ভোটের পরে যে দু-একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে সেখানে দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রেফতার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশ। তারপরেও বিধানসভার বিরোধী দলনেতা ধর্নায় বসার নামে আদালতে বারবার দরবার করে চলেছেন।

বাংলা অশান্ত দাবি করে রাজ্যকে অপমানিত করার বিরোধীদের চক্রান্তে এবার জল ঢেলে দিয়েছে হাইকোর্ট। বুধবার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকার মেয়াদ বৃদ্ধির আবেদনের মামলায় আদালত স্পষ্ট জানায় এবার রাজ্যের শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের শান্তি বজায় রাখার মেয়াদ বাড়ালো না আদালত। ইতিমধ্যে রাজ্য ভোট পরিবর্তী হিংসা দমন করতে কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য পুলিশের কাছে। দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়।

নির্বাচনের পরে ১৫ দিন রাজ্যে বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই মেয়াদ ১৯ জুন শেষ হয়। তবে বিরোধীদের মামলার ফলে প্রথমে কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে থাকার মেয়াদ ২১ জুন ও পরে ২৬ জুন পর্যন্ত বাড়ায় আদালত। তবে এবার রাজ্যের বহু স্কুল দখল করে থাকা বাহিনীকে ফিরে যেতে হবে রাজ্য় থেকে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের পক্ষ থেকে সমস্যা হলে কেন্দ্রকে সেই দায়িত্ব নিতে হবে বলে পর্যবেক্ষণ আদালতের।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version