Wednesday, August 20, 2025

আদালতের নির্দেশে বৃহস্পতিবার থেকেই রাজ্য থেকে ফিরে যেতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। বাহিনী দিয়ে মুড়ে রাজ্যে অশান্তির বাতাবরণ থাকার যে ছবি বিরোধীরা তৈরি করার চেষ্টা করে চলেছে, তা যে সাজানো আদালতের নির্দেশে তা আরও একবার প্রমাণিত হল। ফলে বুধবারই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ শেষ হয়ে গেল। বুধবার এই নির্দেশ দেন বিচারপতি হরিশ টেন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

লোকসভা নির্বাচন নজিরবিহীন সাত দফায় করার পরেও কোনও সুবিধা করতে পারেনি বিজেপি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন হওয়া রাজ্যের মধ্যে অন্যতম বাংলাকে বলেই দাবি করেছে। তারপরেও রাজ্যে বারবার অশান্তির অভিযোগ তুলে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে বিরোধীরা। ভোটের পরে যে দু-একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে সেখানে দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রেফতার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশ। তারপরেও বিধানসভার বিরোধী দলনেতা ধর্নায় বসার নামে আদালতে বারবার দরবার করে চলেছেন।

বাংলা অশান্ত দাবি করে রাজ্যকে অপমানিত করার বিরোধীদের চক্রান্তে এবার জল ঢেলে দিয়েছে হাইকোর্ট। বুধবার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকার মেয়াদ বৃদ্ধির আবেদনের মামলায় আদালত স্পষ্ট জানায় এবার রাজ্যের শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের শান্তি বজায় রাখার মেয়াদ বাড়ালো না আদালত। ইতিমধ্যে রাজ্য ভোট পরিবর্তী হিংসা দমন করতে কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য পুলিশের কাছে। দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়।

নির্বাচনের পরে ১৫ দিন রাজ্যে বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই মেয়াদ ১৯ জুন শেষ হয়। তবে বিরোধীদের মামলার ফলে প্রথমে কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে থাকার মেয়াদ ২১ জুন ও পরে ২৬ জুন পর্যন্ত বাড়ায় আদালত। তবে এবার রাজ্যের বহু স্কুল দখল করে থাকা বাহিনীকে ফিরে যেতে হবে রাজ্য় থেকে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের পক্ষ থেকে সমস্যা হলে কেন্দ্রকে সেই দায়িত্ব নিতে হবে বলে পর্যবেক্ষণ আদালতের।

Related articles

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...
Exit mobile version