Monday, November 10, 2025

বুধবারই শেষ, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বাড়ালো না আদালত

Date:

আদালতের নির্দেশে বৃহস্পতিবার থেকেই রাজ্য থেকে ফিরে যেতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। বাহিনী দিয়ে মুড়ে রাজ্যে অশান্তির বাতাবরণ থাকার যে ছবি বিরোধীরা তৈরি করার চেষ্টা করে চলেছে, তা যে সাজানো আদালতের নির্দেশে তা আরও একবার প্রমাণিত হল। ফলে বুধবারই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ শেষ হয়ে গেল। বুধবার এই নির্দেশ দেন বিচারপতি হরিশ টেন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

লোকসভা নির্বাচন নজিরবিহীন সাত দফায় করার পরেও কোনও সুবিধা করতে পারেনি বিজেপি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন হওয়া রাজ্যের মধ্যে অন্যতম বাংলাকে বলেই দাবি করেছে। তারপরেও রাজ্যে বারবার অশান্তির অভিযোগ তুলে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে বিরোধীরা। ভোটের পরে যে দু-একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে সেখানে দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রেফতার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশ। তারপরেও বিধানসভার বিরোধী দলনেতা ধর্নায় বসার নামে আদালতে বারবার দরবার করে চলেছেন।

বাংলা অশান্ত দাবি করে রাজ্যকে অপমানিত করার বিরোধীদের চক্রান্তে এবার জল ঢেলে দিয়েছে হাইকোর্ট। বুধবার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকার মেয়াদ বৃদ্ধির আবেদনের মামলায় আদালত স্পষ্ট জানায় এবার রাজ্যের শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের শান্তি বজায় রাখার মেয়াদ বাড়ালো না আদালত। ইতিমধ্যে রাজ্য ভোট পরিবর্তী হিংসা দমন করতে কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য পুলিশের কাছে। দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়।

নির্বাচনের পরে ১৫ দিন রাজ্যে বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই মেয়াদ ১৯ জুন শেষ হয়। তবে বিরোধীদের মামলার ফলে প্রথমে কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে থাকার মেয়াদ ২১ জুন ও পরে ২৬ জুন পর্যন্ত বাড়ায় আদালত। তবে এবার রাজ্যের বহু স্কুল দখল করে থাকা বাহিনীকে ফিরে যেতে হবে রাজ্য় থেকে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের পক্ষ থেকে সমস্যা হলে কেন্দ্রকে সেই দায়িত্ব নিতে হবে বলে পর্যবেক্ষণ আদালতের।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version