বিরিয়ানির গন্ধে মিশছে বারুদের উত্তাপ। গোলমাল পিছু ছাড়ছে না বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির (D Bapi)। গুলিকাণ্ডের পরে এবার ২০ লক্ষ টাকা তোলার দাবি। না মিললে মধ্যমগ্রামের (Madhyamgram) দোকানেও গুলি চালানোর হুমকি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে পুলিশের দ্বারস্থ বিরিয়ানি (Biriyani) ব্যবসায়ী ডি বাপি।
অনির্বাণ দাসের অভিযোগ, বিভিন্ন নম্বর থেকে তাঁর কাছে হুমকি ফোন ও মেসেজ আসছে। ২০ লক্ষ টাকা তোলার দাবি করা হচ্ছে। না দিলে মধ্যমগ্রামের দোকানেও গুলি চালানোর হুমকি দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে দাস পরিবার। বছর ২ আগে বারাকপুরের ডি বাপি (D Bapi) দোকানে গুলি চলেছিল। ঘটনায় জখম হন দোকানের কর্মী ও এক ক্রেতা। ফের হুমকিতে ভয়ে রয়েছেন অনির্বাণ।
