Saturday, November 8, 2025

ভারতে প্রবল গরম টের পাচ্ছেন দেশের মানুষ। একদিকে তাপমাত্রার পারদ চড়ছে। অন্যদিকে বৃষ্টিও নেই। এই পরিস্থিতিতে যখন ভারতীয়রা দেশে গেল গেল রব তুলেছেন, তখন সত্যি গলে যাওয়ার মতো পরিস্থিতি আমেরিকার। সেখানেও এবছর এতটাই তাপমাত্রা বেড়েছে যে আমেরিকার সিভিল ওয়ারের সময় মাথা ঠাণ্ডা রাখা আব্রাহাম লিঙ্কনের মাথাও গরমে গলে গেল। ৬ ফুটের লিঙ্কনের মূর্তি হয়ে গেল আস্ত একটা মোমের দলা।

আমেরিকার তাপমাত্রা এবছর ৩৭ ডিগ্রি ছাড়িয়েছে। ভারতীয়দের কাছে সেটা তেমন কিছু না হলেও ওয়াশিংটনে এভাবে তাপমাত্রা বাড়ায় এতটুকুও অভ্যস্থ নন বাসিন্দারা। তাই খুব সহজেই মোমের তৈরি মূর্তি খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয় সেখানে। ঠিক সেভাবেই ১৬ তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তিও খোলা আকাশের নিচে রাখা থাকত। তবে এবার তাপপ্রবাহের যে সতর্কতা জারি করা হয়েছিল, তা সহ্য করতে পারেনি মূর্তির মধ্যে দিয়ে তুলে ধরা এই মোমবাতি।

গ্যারিসন এলিমেন্টরি স্কুলের মোমের সংরক্ষণগুলির মধ্যেই রাখা ছিল আব্রাহাম লিঙ্কনের মূর্তিটি। এই সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ডিসি এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। সপ্তাহের শুরুতেই দেখা যায় প্রথমে লিঙ্কনের মূর্তির ঘাড়টি গলে যায়। মাথা পিছনে হেলিয়ে বিকৃত হয়ে যায় মূর্তিটি। এরপর গলে যায় গোটা মাথা। তারপর পায়ের গোড়ালি গলে পা থেকে পায়ের পাতা আলাদা হয়ে যায়। ধীরে ধীরে চেয়ার সহ গোটা মূর্তি গলে যায়, পড়ে থাকে ঘাড়ের পিছনের তার।

নির্মাতা স্যান্ডি উইলিয়ামস দাবি করেন, মূর্তি তৈরিতে কোনও খুঁত ছিল না। তবে বিশেষজ্ঞদের অনুমান মোমবাতির আকারে তৈরি হওয়ার জন্য গলে যাওয়ার ঘটনা ঘটেছে। তাঁদের দাবি সেপ্টেম্বরে এই মূর্তিটি বসানোর পরপরই আরও একবার গলে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় ১০০টি পলতে গোঁজা পরে সময়ের আগে জ্বালিয়ে দেওয়ার কারণে গলে গিয়েছিল। এবার সেই সব দিকে লক্ষ্য রাখলেও আবহাওয়ার পরিবর্তনের কথা না ভাবার জন্যই মূর্তির এই পরিণতি হয়, দাবি বিশেষজ্ঞদের।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version