Wednesday, August 20, 2025

ফোন ব্যবহারে কড়া শাস্তি স্কুলের, অপমানে আত্মঘাতী ছাত্র! সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য

Date:

স্কুলে (School) নিয়ম ছিল না ফোন ব্যবহারের। তবে লুকিয়ে লুকিয়ে তা করতে গিয়েই হাতেনাতে ধরা পড়তেই শাস্তি দেওয়ার অভিযোগ ওঠে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে‌। এরপরই সেই শাস্তির জেরেই আত্মহত্যার পথ বেছে নিল এক ছাত্র। পুলিশ সূত্রে খবর, গলায় ফাঁস দিয়ে ওই কিশোর আত্মহত্যা করেছে। অরুনাচল প্রদেশের (Arunachal Pradesh) আনজাও জেলার আমলিয়াং এলাকার একটি স্কুলের কাছে আচমকা এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে। মৃত কিশোরের নাম চিরাং ক্রি (১৫)। অরুনাচল প্রদেশের একটি স্কুলে দশম শ্রেণির ছাত্র ছিল চিরাং।


পুলিশ সূত্রে খবর, অরুনাচল প্রদেশের সেই স্কুলের হস্টেলে থাকত পড়ুয়া। স্কুল চত্বরে ফোন ব্যবহার করার নিয়ম ছিল না জেনেও নিজের কাছে ফোন রাখত চিরাং। আর তা প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিশোর সেই শাস্তি একেবারেই মন থেকে মেনে নিতে পারেনি। ভুল স্বীকার করে সেই স্কুলেই পড়াশোনা করতে চেয়ে শত অনুরোধেও লাভের লাভ কিছুই হয়নি। তবে এরপর গত রবিবার চিরাং এবং তার বাবার সঙ্গে কথা বলে তাকে ফের স্কুলে লেখাপড়ার অনুমতি দেওয়া হয়।


কিন্তু আচমকাই রবিবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায় চিরাং। এরপর থানায় পরিবারের তরফে সোমবার খবর দেওয়া হলে স্কুলের কাছেই লোহিত নদীর ধারে একটি গাছ থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, তার জামার পকেট থেকে একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। সেই নোটে স্কুলে ফোন ব্যবহার করার জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি সুইসাইড নোটে ক্ষমাপ্রার্থনাও করেছে চিরাং। তবে কিশোরের অকালমৃত্যুতে স্কুলে শোকের ছায়া। চিরাংয়ের আত্মহত্যার ঘটনায় মর্মাহত হয়ে স্কুলের প্রিন্সিপাল বলেন, “কেন এমন পদক্ষেপ নিল বুঝতে পারছি না। ওকে তো স্কুলে পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। এই ঘটনা খুবই দুঃখজনক।’’


Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version