রাস্তা-ফুটপাত দখল, সরকারি জমি জবরদখল, বেআইনি পার্কিং-এই সব নিয়ে সপ্তাহের শুরু থেকেই কড়া অবস্থান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর নির্দেশের পরেই বেআইনি হকার উচ্ছেদে তৎপর হয় পুলিশ-প্রশাসন। বৃহস্পতিবার, অবশ্য মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, হকার উচ্ছেদ তাঁর লক্ষ্য নয়। তবে, রাজ্যের শহর ও শহরতলিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে বেআইনি দখলদারি হটাতে চান তিনি। একই সঙ্গে মমতা জানান, তিনি হকারদের ভালবাসেন। তার কারণেও ব্যাখ্যা করেন মমতা।