রাজ্যে কোনওভাবেই তোলাবাজি বরদাস্ত করবে না প্রশাসন, তা সে যেই হোক না কেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ধরপাকড়। ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ৪ দলীয় নেতা-কর্মীকে।

পুলিশ জানিয়েছে, ধৃতরা জগৎবল্লভপুরের কেশপুর পঞ্চায়েতের সদস্য সাদ্দাম মোল্লা, সাহিদ মোল্লা, জসিমুদ্দিন মোল্লা ও হাবিব খান। অভিযোগ, জালান কমপ্লেক্সের একটি লোহার কারখানায় গিয়ে ধৃতরা মোটা অঙ্কের তোলা চায়। টাকা না দিলে তারা খুন ও মারধরের হুমকিও দেয় বলে অভিযোগ। এই নিয়ে কারখানা কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করলে ৪ জনকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ।


জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ জানান, দল এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। এই ঘটনায় জড়িত অভিযোগে সবাইকে কঠোর শাস্তির জন্য পুলিশকে বলেছি। আমরা কোনওভাবেই এধরনের কাজ বরদাস্ত করব না।
