Saturday, May 17, 2025

মুখ থুবড়ে পড়েছে ‘স্টার্ট আপ’ মডেল! প্রধানমন্ত্রী পদে শপথ নিতেই ‘বেকারত্ব’ সঙ্কটে জেরবার মোদি

Date:

Share post:

ট্রেন্ড স্পষ্ট হয়েছিল আগেই, এবার তা সত্যি হল। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি (Narendra Modi) শপথ নিতেই তথ্য প্রযুক্তি সেক্টরে বড়সড় ধসের আশঙ্কা! অর্থাৎ ক্ষমতায় আসতেই একলাফে রেকর্ড বাড়ল বেকারত্ব (Unemployment ) সমস্যা। সম্প্রতি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি (NASCOM) একটি সমীক্ষা রিপোর্ট সামনে এনেছে। সেই রিপোর্টে দেখেই চোখ কপালে ওঠার জোগাড় দেশবাসীর। কোভিড পরবর্তী সময় থেকেই ধুঁকতে শুরু করে তথ্য প্রযুক্তি (IT) সেক্টর। চাকরি থেকে আচমকা বরখাস্ত করা থেকে শুরু করে বিনা কারণে বেতন কাটা-সহ একাধিক পদক্ষেপ নেওয়া শুরু করে। বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটের আগে বেকার যুবকদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে মিথ্যাচার করেছে মোদি সরকার। আর ভোট মিটতে বেকারত্ব সমস্যা মেটানো তো দূরস্ত এবার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চলতি অর্থবছরে তলানিতে ঠেকেছে।

ন্যাসকমের রিপোর্ট বলছে, গত অর্থবর্ষের তুলনায় রীতিমতো ধস নামতে চলেছে তথ্য প্রযুক্তি সেক্টরে নিয়োগের ক্ষেত্রে। ২০২৩-২৪ আর্থিক বছরে যেখানে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ২ লক্ষ ৭০ হাজার চাকরি হয়েছিল, সেখানে চলতি অর্থবর্ষে নেমে আসতে পারে মাত্র ৬০ হাজারে। হ্যাঁ এমনই বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম তিন মাস ঘুরতে না ঘুরতেই গড় নিয়োগের প্রবণতা কিন্তু চিন্তা বাড়াচ্ছে। আর সেকারণেই ন্যাসকমের রিপোর্ট উড়িয়ে দেওয়ার মতো নয়। আর তাতেই স্পষ্ট আগের অর্থবর্ষের তুলনায় পাঁচ ভাগও চাকরি হবে না চলতি আর্থিক বছরে। তাই তৃতীয় ইনিংসের শুরুতেই নরেন্দ্র মোদির কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠছে বেকারত্ব সঙ্কট।

উল্লেখ্য কিছুদিন আগেই তথ্য জানার অধিকার আইনে করা একটি আবেদনের জবাবে জানা গিয়েছিল, দেশজুড়ে ছড়িয়ে থাকা আইআইটি ক্যাম্পাসগুলিতে ৮ হাজার ছাত্রছাত্রীর চাকরি হয়নি। একইসঙ্গে ভারতে দ্রুততম হারে বেড়ে ওঠা তথ্য-প্রযুক্তি কর্মজগৎও সার্বিকভাবে ঢুকে পড়েছে তালিকায়। এর পিছনে সবথেকে বড় কারণ হল, দেশীয় তথ্য-প্রযুক্তি এবং স্টার্ট আপ নিয়ে প্রচারের যে ঢেউ বিজেপি তুলেছিল, তা মুখ থুবড়ে পড়েছে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল তার বড় প্রমাণ। পাশাপাশি ভয় ধরাচ্ছে, দেশের প্রথম সারির বিভিন্ন ম্যানেজমেন্ট প্রশিক্ষণ সংস্থা তাদের একাধিক কোর্স বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে। পরিষেবা এবং তথ্য-প্রযুক্তি—এই দুই সেক্টরই ভারতে ছাত্রছাত্রীদের কর্মজগতে প্রবেশের সবথেকে বেশি চালিকাশক্তি হয়ে উঠেছে বিগত বছরগুলিতে। এখনও সেটা বিদ্যমান। কিন্তু এন্ট্রি লেভেল চাকরির সুযোগ ও বেতন যেমন কমছে, তেমনই সর্বোচ্চ পর্যায়ের চাকরিগুলির ক্ষেত্রে তৈরি হয়েছে কর্মী সংকোচন ও বেতন কাটার পালা।

&nbsp

spot_img

Related articles

ইউটিউবার থেকে বিধবা মহিলা, তথ্য পেতে জাল পাতা পাকিস্তানের

কাশ্মীরেই আর শুধুমাত্র নিজেদের গুপ্তচরের জাল পাতায় সীমাবদ্ধ থাকেনি পাকিস্তান। পঞ্জাব, হরিয়ানাতেও গুপ্তচর রেখেছিল পাকিস্তান। আর সেই কাজে...

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে...

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর...

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের...