Sunday, August 24, 2025

দিল্লি ‘পালিয়ে গেছেন’ রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে শপথ-দরবার তৃণমূল সাংসদদের

Date:

Share post:

উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণের জটিলতা এবার রাজধানীর দরবারে। রাজ্যের দুই জয়ী বিধায়কের শপথ নিয়ে অন্যায় ও অনৈতিক জটিলতা তৈরি করে দিল্লিতে পালিয়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তাকে রাজ্যে ফেরৎ পাঠাতে রাষ্ট্রপতির কাছে দরবার করবেন তৃণমূল সাংসদরা।

লোকসভার অধিবেশনের শুরুতে শপথ গ্রহণ হয়েছে প্রধানমন্ত্রী থেকে জয়ী সাংসদদের। শপথ বাক্যপাঠ করিয়েছেন প্রোটেম স্পীকার। সেই প্রসঙ্গ তুলে ধরেই তৃণমূলের দাবি, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক রেয়াত হোসেনের শপথ বিধানসভার স্পীকার স্বচ্ছন্দে করাতে পারতেন। রাজ্যপালের জটিলতা তৈরিতে সেই শপথ গ্রহণ আটকে রয়েছে। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের দাবি, “দুই বিধায়কের শপথ নিয়ে অন্যায় অনৈতিক কাজ করছেন রাজ্যপাল। দুটি কেন্দ্রের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন বিধানসভায় যাওয়ার জন্য।”

এবার সেই জটিলতা কাটাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা জানালেন সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “বাংলার রাজ্যপাল দিল্লি চলে এসেছেন। ফলে দুই বিধায়কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিধানসভার স্পীকার প্রস্তুত হচ্ছেন দিল্লিতে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য। এরপর দরকার হলে বাংলার যত সাংসদ আছেন তাঁরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব এবং জানাবো বাংলার রাজ্যপাল রাজ্যের সঙ্গে যেভাবে আচরণ করছেন তা অসাংবিধানিক ও অনভিপ্রেত। এবং তাঁকে যেন নির্দেশ দেওয়া হয় যাতে তিনি রাজ্যপালকে নির্দেশ দেন যাতে তিনি বাংলায় ফিরে যান ও দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে স্পীকারের সঙ্গে আলোচনা করে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করেন।”

তৃণমূলের স্পষ্ট দাবি, বিজেপির কর্মীর মতো আচরণ করে বাংলার মানুষের রায়কে অপমান করছেন রাজ্যপাল। কুণাল ঘোষ জানান, “প্রক্রিয়া জটিল করে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির লোকের মতো আচরণ করছেন রাজ্যপাল। তৃণমূলের দুজন জিতে এসেছে সেটা যেমন বিজেপির সহ্য হয়নি তেমন ওনারও সহ্য হয়নি। তাই একটা জটিলতা তৈরি করে দিল্লি পালিয়ে গেলেন। মানুষের রায়কে অপমান করছেন রাজ্যপাল।”

spot_img

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...