Monday, November 3, 2025

পরীক্ষায় জালিয়াতি-দুর্নীতি রুখতে এনটিএ-তে কী পরিবর্তন আনা উচিত? এবার পড়ুয়াদের মতামত চাইল কমিটি

Date:

প্রথমে NEET, তারপর নেট-ইউজিসি। একের পর এক পরীক্ষার লাগাতার প্রশ্নপত্র ফাঁস, যা নিয়ে মুখ পুড়েছে কেন্দ্রীয় পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র। যদিও পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ-তে যে গলদ রয়েছে তা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই এনটিএ-র শোধনের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়। এবার এই পরিস্থিতিতেই পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাইল কমিটি। কী ভাবে এনটিএ-র পরিষেবা আরও উন্নত করা যায়, সে বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন পড়ুয়া এবং অভিভাবকেরা।

পরীক্ষায় জালিয়াতি-দুর্নীতি রুখতে এনটিএ-তে কী পরিবর্তন আনা উচিত, সে সম্পর্কেই কমিটির তরফ থেকে পড়ুয়া ও অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই কমিটির তরফে অভিভাবকদের একটি বিশেষ ওয়েবসাইটে মতামত জানাতে বলা হয়েছে। এই ওয়েবসাইটটি হল https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ কমিটির তরফে আগামী ৭ জুলাই পর্যন্ত মতামত জানাতে বলা হয়েছে।

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ৪ জুন, লোকসভা নির্বাচনের ফলের দিনেই। পরীক্ষার ফল প্রকাশের পরই র‌্যাঙ্ক নিয়ে শোরগোল পড়ে যায়। প্রকাশ্যে আসে যে পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। এরপরে প্রশ্ন ফাঁস বিতর্কে নেট-ইউজিসি পরীক্ষাও বাতিল হয়ে যায়। এই ঘটনার পরই এনটিএ-র কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের তরফে এনটিএ-কে নোটিস পাঠানো হয়। প্রশ্ন ফাঁস ও নম্বরে গরমিল নিয়ে আগামী ৮ জুলাইয়ের মধ্যে এনটিএ-কে জবাব দিতে হবে।

আরও পড়ুন- মোবাইল চুরির অভিযোগ! বৌবাজারের হস্টেলে যুবককে পিটিয়ে খুন

 

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version