Saturday, August 23, 2025

পরীক্ষায় জালিয়াতি-দুর্নীতি রুখতে এনটিএ-তে কী পরিবর্তন আনা উচিত? এবার পড়ুয়াদের মতামত চাইল কমিটি

Date:

প্রথমে NEET, তারপর নেট-ইউজিসি। একের পর এক পরীক্ষার লাগাতার প্রশ্নপত্র ফাঁস, যা নিয়ে মুখ পুড়েছে কেন্দ্রীয় পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র। যদিও পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ-তে যে গলদ রয়েছে তা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই এনটিএ-র শোধনের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়। এবার এই পরিস্থিতিতেই পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাইল কমিটি। কী ভাবে এনটিএ-র পরিষেবা আরও উন্নত করা যায়, সে বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন পড়ুয়া এবং অভিভাবকেরা।

পরীক্ষায় জালিয়াতি-দুর্নীতি রুখতে এনটিএ-তে কী পরিবর্তন আনা উচিত, সে সম্পর্কেই কমিটির তরফ থেকে পড়ুয়া ও অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই কমিটির তরফে অভিভাবকদের একটি বিশেষ ওয়েবসাইটে মতামত জানাতে বলা হয়েছে। এই ওয়েবসাইটটি হল https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ কমিটির তরফে আগামী ৭ জুলাই পর্যন্ত মতামত জানাতে বলা হয়েছে।

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ৪ জুন, লোকসভা নির্বাচনের ফলের দিনেই। পরীক্ষার ফল প্রকাশের পরই র‌্যাঙ্ক নিয়ে শোরগোল পড়ে যায়। প্রকাশ্যে আসে যে পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। এরপরে প্রশ্ন ফাঁস বিতর্কে নেট-ইউজিসি পরীক্ষাও বাতিল হয়ে যায়। এই ঘটনার পরই এনটিএ-র কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের তরফে এনটিএ-কে নোটিস পাঠানো হয়। প্রশ্ন ফাঁস ও নম্বরে গরমিল নিয়ে আগামী ৮ জুলাইয়ের মধ্যে এনটিএ-কে জবাব দিতে হবে।

আরও পড়ুন- মোবাইল চুরির অভিযোগ! বৌবাজারের হস্টেলে যুবককে পিটিয়ে খুন

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version