বৃষ্টির জেরে ভেঙে পড়লো দিল্লি বিমানবন্দরের ছাদ! জোর কদমে চলছে উদ্ধার কাজ

রাজধানীতে বড় দুর্যোগ, অতিরিক্ত বর্ষণে ভেঙে পড়লো দিল্লি বিমানবন্দরের (Delhi Airport roof collapse) এক নম্বর টার্মিনালের ছাদ। শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু সংবাদ মিলেছে। বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। ওই টার্মিনাল থেকে সমস্ত উড়ান আপাতত স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ সকালে বিমানবন্দরে দুর্ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেন বিশ্ববাংলা সংবাদ। এই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ছাদের একাংশ ভেঙে পড়ায় এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত নিরাপত্তা জড়িত কারণে চেক ইন কাউন্টার বন্ধ থাকছে। বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টির জেরে ব্যাহত রাজধানীর জনজীবন। বহু রাস্তা জলমগ্ন, ডুবেছে গাড়ি। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

 

Previous articleতৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথ কবে? রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন বিধানসভার স্পিকার
Next articleদক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস, চলবে নিম্নচাপের দুর্যোগ