দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস, চলবে নিম্নচাপের দুর্যোগ

অবশেষে স্বস্তি, অঝোর ধারায় বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গ। শুক্রবারের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের (Depression in Bay of Bengal)কারণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে শুক্রবার শক্তিশালী হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় আজ সারাদিন দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

নদিয়া, মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উইকেন্ডে। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলিতেও। পশ্চিম-মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রপাতের আশঙ্কার পাশাপাশি প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে। রবিবার পর্যন্ত উপকূলে বৃষ্টি বাড়বে।

 

Previous articleবৃষ্টির জেরে ভেঙে পড়লো দিল্লি বিমানবন্দরের ছাদ! জোর কদমে চলছে উদ্ধার কাজ
Next articleনির্মাণাধীন বিমানবন্দর উদ্বোধনেই বিপত্তি! দিল্লির দুর্ঘটনায় দায়ী মোদি, বিস্ফোরক অভিযোগ সাকেতের