Monday, November 10, 2025

শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি পার্কিং জোন নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারের বৈঠকের পরই শুক্রবার সকাল থেকে মহানগরের সর্বত্র চোখে পড়লো পুলিশি তৎপরতা। গড়িয়াহাট থেকে শুরু করে পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিটে নিয়ম বহির্ভূত পার্কিং দেখা মাত্রই কড়া পদক্ষেপ পুলিশের (Kolkata Police)। বেশ কিছু গাড়ি তুলে নিয়ে থানায় জমা করা হলো।

 

বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে।’ এক্ষেত্রে কলকাতায় কত বেআইনি পার্কিং জোন রয়েছে তা জনানোর জন্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন তিনি। একইসঙ্গে রাজারহাট, নিউটাউন, হাওড়া, আসানসোল ও দুর্গাপুরে কত বেআইনি পার্কিং রয়েছে তারও হিসেব চান মুখ্যমন্ত্রী। আজ সকাল থেকে দেখা গেল কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিকরা শহরের রাস্তায় নেমে অবৈধ ভাবে পার্কিং-এ থাকা গাড়িগুলির পরীক্ষা করছেন। গড়িয়াহাটের ফুটপাতে হকারদের সঙ্গে কথা বলার পাশাপাশি বেশ কিছু সাধারণ মানুষ যাঁরা রাস্তায় অনৈতিকভাবে পার্কিং করে রেখেছেন তাঁদের সঙ্গে কথা বললেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার(Debasish Kumar)। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এদিন হকার সার্ভে প্রক্রিয়াতে রাস্তায় হাই- পাওয়ার কমিটি। সব জায়গা সরেজমিনে খতিয়ে দেখছেন মেয়র পারিষদরা। শুক্রবার বিকেলেই হকারদের নিয়ে বৈঠকে বসবেন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

 

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version