Friday, November 28, 2025

নির্মাণাধীন বিমানবন্দর উদ্বোধনেই বিপত্তি! দিল্লির দুর্ঘটনায় দায়ী মোদি, বিস্ফোরক অভিযোগ সাকেতের

Date:

Share post:

শুক্রবার সকাল সকাল দিল্লি বিমানবন্দরের (Delhi Airport accident)এক নম্বর টার্মিনালের ছাদ ভেঙে মৃত অন্তত ৩, আহত ৮। একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আতঙ্কিত যাত্রীরা। এবার এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। এক্স হ্যান্ডেলে দুর্ঘটনার কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, নির্বাচনের জন্যে তড়িঘড়ি করে দিল্লি বিমানবন্দরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ কেন দায়ের করা হবে না? প্রচারের জন্য মরিয়া মোদি সরাসরি এই তিনজনের মৃত্যুর জন্যে দায়ী।

বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিপাতের মাঝে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ট্যাক্সিসহ একাধিক গাড়ির ওপরে ছাদের একটি অংশ ভেঙে পড়ে। সরকারি সূত্রে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও তৃণমূল সাংসদ জানিয়েছেন মৃতের সংখ্যা ৩। লোকসভা নির্বাচনে নিজের গদি বাঁচাতে বিভিন্ন প্রকল্প নিজের নামে চালানোর পাশাপাশি একের পর এক উদ্বোধনে গিমিক তৈরি করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। কদিন আগেই অযোধ্যার রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ার পর এবার দিল্লি বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার ঘটনায় এটা স্পষ্ট যে আত্মপ্রচারে ব্যস্ত মোদি নির্বাচনে জয়লাভ করতে শুধু যে অনৈতিক কাজ করেছেন তাই নয়, নির্মাণাধীন বিমানবন্দর উদ্বোধন করে মানুষের নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করেছেন, এমনটাই বলছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনায় ছাদের বিমগুলিও ভেঙে পড়ে। সেই বিমের চাপে টার্মিনালের পিক-আপ ও ড্রপ এরিয়ায় পার্ক করা গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। হাসপাতালে আহত আটজনের চিকিৎসা চলছে। কেন্দ্রের তরফে আহতদের তিন লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করার পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টার্মিনাল ১-এ সব চেক-ইন কাউন্টার বন্ধ রাখার কারণে বহু যাত্রী সকাল সকাল বিমানবন্দরে পৌঁছে বিপাকে পড়েছেন।

 

spot_img

Related articles

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...