রাজ্যের ছোট শিল্পে ঋণের টার্গেট ১ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা

এরাজ্যের ছোট শিল্পে ঋণ প্রদানে বড় সাফল্য পাচ্ছে ব্যাঙ্কগুলি

রাজ্য সরকার চলতি আর্থিক বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ১ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি বা এসএলবিসি’র বৈঠকে আলোচনার পর এই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। রাজ্যের অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, ঋণ দানের লক্ষ্যমাত্রা গত আর্থিক বছরের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে।

গতবার এই লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। কিন্তু ব্যাঙ্কগুলি সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে চলতি আর্থিক বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বেশি ঋণ দিয়েছে। গত কয়েক বছর ধরেই ব্যাঙ্কগুলি এরাজ্যের ছোট শিল্পে ঋণ দানের হার ক্রমান্বয়ে বাড়াচ্ছে বলে অর্থ দফতরের তরফে জানানো হয়েছে। এর ফলে শিল্পে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে।গত কয়েক বছর ধরেই এরাজ্যের ছোট শিল্পে ঋণ প্রদানে বড় সাফল্য পাচ্ছে ব্যাঙ্কগুলি।

 

Previous articleআগামিকাল টি-২০ বিশ্বকাপ ফাইনাল, সেই ম্যাচেও কি রয়েছে বৃষ্টির সম্ভাবনা ?
Next articleপ্রকাশ্য রাস্তায় নগ্ন অবস্থায় হাঁটছেন মহিলা! ভাইরাল ভিডিয়োতে মুখ পুড়ল যোগী সরকারের