বৌবাজারের হস্টেল কাণ্ডে ১৪ জন গ্রেফতারের মধ্যেই ফের মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। এ বার ঘটনাস্থল সল্টলেক। ইলেকট্রনিক কমপ্লেক্স (Electronic Complex) থানার পোলেনাইটে মোবাইল ফোন (Mobile Phone) চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ এবং অভিযুক্ত প্রত্যেকেই পোলেনহাট এলাকার বাসিন্দা। সূত্রের খবর জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে নেন মোবাইল চুরির সন্দেহে প্রসেনকে বেধড়ক মারধর করে৷ তার জেরে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হতেই তাঁকে হাসপাতালে নিয়ে যান অভিযুক্তরা৷