বউবাজারের হস্টেলকাণ্ডে গ্রেফতার ১৪

ছেলেধরা সন্দেহে গণপিটুনির খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ-প্রশাসন। এর মধ্যেই খাস কলকাতাতেই (Kolkata) গণপিটুনির জেরে মৃত্যু হয়েছে এক যুবকের। বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের হস্টেলে গণপিটুনির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল মুচিপাড়া থানার পুলিশ (Police)।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হস্টেলের এক আবাসিকের মোবাইল ফোন চুরি যায়। এরপরই থানায় দায়ের করা হয়েছিল অভিযোগ। শুক্রবার সকালে হস্টেলের (Hostel) পাশে এক দোকানের মালিক ছাত্রদের জানান, ওই লোকটি এলাকায় ঘুরঘুর করছেন। অভিযোগ, এই কথা শোনার পরেই হস্টেলের সামনে ফুটপাথ থেকে ওই ব্যক্তিকে মারতে মারতে হস্টেলে ধরে নিয়ে যান ছাত্ররা। এরপরই ছাত্রাবাসে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ৷ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল-ও৷ সেই সময় হস্টেলে ঢোকার মূল গেটে তালা দেওয়া ছিল বলে খবর৷ এরপর পুলিশ যখন হস্টেলের ভিতরে ঢোকে, তখন ওই যুবককে কার্যত অচৈতন্য অবস্থায় নীচে নামিয়ে আনে আবাসিক ছাত্ররাই৷ বেলা সাড়ে এগারোটা নাগাদ এরশাদ আলম নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা (Kolkata) মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে সূত্রে খবর, যুবকের শরীরের সর্বত্র আঘাতের চিহ্ন ছিল। পাশাপাশি শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে। শেষ পর্যন্ত বেলা ১২.৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর।

এরপরই মৃতের স্ত্রীর থানায় লিখিত অভিযোগ দায়েরের পরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে। যদিও ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেই দাবি পুলিশের৷ শনিবার ওই যুবকের দেহের ময়নাতদন্ত হচ্ছে। ঘটনায় প্রথমে ১৪ জনকে আটক করে পুলিশ। পরে রাতে তাঁদের গ্রেফতার করা হয়েছে।




Previous articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম 
Next article৫০ বছর একসঙ্গে থাকার পর স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত ব্রিটিশ দম্পতির! কারণ জানলে অবাক হবেন