Wednesday, November 5, 2025

প্রচারে সুনককে জাতিবিদ্বেষী আক্রমণ! প্রতিবাদে গর্জে ওঠার বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Date:

৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন। জোরদার প্রচারে নেমেছে শাসক-বিরোধী দুপক্ষই। সেই প্রচার চলাকালীনই দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনককে (Rishi Sunak) জাতিবিদ্বেষী আক্রমণের অভিযোগ উঠল রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের বিরুদ্ধে। পাল্টা গর্জে উঠেছেন সুনক।২০২২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন সুনক। কিন্তু কনজারভেটিভ পার্টির প্রতি ব্রিটেনের আমজনতার আস্থা গত কয়েকমাসে প্রায় তলানিতে। একের পর এক সমীক্ষায় প্রকাশ, ব্রিটিশ রাজনীতির ইতিহাসে এবার সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি। এই পরিস্থিতিতে দলের মতকে নস্যাৎ করে দ্রুত নির্বাচনের ঘোষণা করেন সুনক। ৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন। প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঋষি। এই পরিস্থিতিতে জাতিবিদ্বেষের বিরুদ্ধেও লড়তে হচ্ছে তাঁকে।

ভোটপ্রচারে নেমে ব্রিটেনে (Britain) জোরদার প্রচার চালাচ্ছে রিফর্ম ইউকে পার্টি। হল ব্রিটেনে অভিবাসী প্রবেশ নিষিদ্ধ করার অ্যাজেন্ডা নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে তারা। ফলে তারা নিশানা করেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনককে। তবে, শুধু সেখানেই থেমে থাকেনি নাইজেল ফারাজের দল। মুসলিমদের মসজিদ থেকে বের করে সেখানে পানশালা তৈরি করারও কথা বলেছেন রিফর্ম ইউকে পার্টির নেতারা।

এই মন্তব্য নিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন ঋষি সুনক (Rishi Sunak)। তিনি বলেন, “আমার দুই মেয়েও দেখেছে ওই নেতার মন্তব্য। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হওয়ায় আমার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় আমি অত্যন্ত ব্যথিত। আমার ক্ষুব্ধ। এই বিষয়টি নিয়ে ইচ্ছা করেই কথা বলছি। কারণ এটার বিরুদ্ধে গর্জে ওঠা প্রয়োজন।“

ঘৃণাভাষণের অভিযোগে রিফর্ম ইউকে-র একাধিক প্রার্থীকে নাম প্রত্যাহার করতে হয়েছে। কিন্তু তাও তাদের বিদ্বেশমূলক মন্তব্য বন্ধ হয়নি।





Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version