Monday, November 3, 2025

নিউমার্কেট এলাকায় হকার সমস্যা মিটিয়ে একমাসের মধ্যে এলাকায় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এনিয়ে শুক্রবার এলাকায় পরিদর্শনও করে পাঁচ সদস্যের হাইপাওয়ার কমিটি। তার মধ্যেই শনিবার হকারদের দুই দলের অশান্তিতে অশান্ত হল নিউমার্কেট চত্বর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন একদল হকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থনে যান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। পুলিশের আশ্বাসে অবরোধ উঠলেও যানজটে দুর্ভোগের শিকার হয় শহরের মানুষ।

নিউমার্কেট চত্বরকে হকারদের স্বার্থ বজায় রেখে পথচারীদের জন্য সাজিয়ে তুলতে ইতিমধ্যেই সমীক্ষা শুরু করেছে হাইপাওয়ার কমিটি। মুখ্যমন্ত্রী সেই রিপোর্ট নেবেন কমিটির থেকে। তার আগেই শনিবার নিউমার্কেটের হকারদের একদল এলাকায় পার্কিং করতে বাধা দেয়। পথের ধারের অস্থায়ী হকারদের বিভিন্ন নির্দেশ দেওয়া থেকে একাধিক বিষয়ে অন্য দল হকারদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। পরিস্থিতি বড় আকার নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতিতে গড়ায়।

অশান্তির পরিবেশে নিউমার্কেট, সেই সংলগ্ন হগ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ হকাররা এস এন ব্যানার্জি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। যানজট হয়ে যায় ধর্মতলা-শিয়ালদহ সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে দুপক্ষের মধ্যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে।

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, নিউমার্কেট থানায় এসেছিলেন হকাররা। তাঁদের সব অভিযোগ গ্রহণ করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনও ব্যবসায়ী নিরাপত্তাহীনতার যথাযথ অভিযোগ করেন তাহলে পিকেটিং বা যেমন প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কেউ নিরাপত্তাহীনতার অভিযোগ করেনি। এলাকায় পুলিশ পিকেট শুধু নয়, পুলিশের আধিকারিকদের উপস্থিতির নিশ্চয়তা দেন তিনি।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version