Saturday, November 8, 2025

নিউমার্কেট এলাকায় হকার সমস্যা মিটিয়ে একমাসের মধ্যে এলাকায় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এনিয়ে শুক্রবার এলাকায় পরিদর্শনও করে পাঁচ সদস্যের হাইপাওয়ার কমিটি। তার মধ্যেই শনিবার হকারদের দুই দলের অশান্তিতে অশান্ত হল নিউমার্কেট চত্বর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন একদল হকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থনে যান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। পুলিশের আশ্বাসে অবরোধ উঠলেও যানজটে দুর্ভোগের শিকার হয় শহরের মানুষ।

নিউমার্কেট চত্বরকে হকারদের স্বার্থ বজায় রেখে পথচারীদের জন্য সাজিয়ে তুলতে ইতিমধ্যেই সমীক্ষা শুরু করেছে হাইপাওয়ার কমিটি। মুখ্যমন্ত্রী সেই রিপোর্ট নেবেন কমিটির থেকে। তার আগেই শনিবার নিউমার্কেটের হকারদের একদল এলাকায় পার্কিং করতে বাধা দেয়। পথের ধারের অস্থায়ী হকারদের বিভিন্ন নির্দেশ দেওয়া থেকে একাধিক বিষয়ে অন্য দল হকারদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। পরিস্থিতি বড় আকার নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতিতে গড়ায়।

অশান্তির পরিবেশে নিউমার্কেট, সেই সংলগ্ন হগ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ হকাররা এস এন ব্যানার্জি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। যানজট হয়ে যায় ধর্মতলা-শিয়ালদহ সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে দুপক্ষের মধ্যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে।

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, নিউমার্কেট থানায় এসেছিলেন হকাররা। তাঁদের সব অভিযোগ গ্রহণ করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনও ব্যবসায়ী নিরাপত্তাহীনতার যথাযথ অভিযোগ করেন তাহলে পিকেটিং বা যেমন প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কেউ নিরাপত্তাহীনতার অভিযোগ করেনি। এলাকায় পুলিশ পিকেট শুধু নয়, পুলিশের আধিকারিকদের উপস্থিতির নিশ্চয়তা দেন তিনি।

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version