Friday, August 22, 2025

শহরে এসেছেন দেশের শীর্ষ আদালতের (SC) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। কলকাতা হাই কোর্টের (Calcutta High court) বার লাইব্রেরির ২০০ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে এই প্রথমবার কলকাতায় এসেছেন প্রধান বিচারপতি। আজ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির (National Judicial Academy) একটি আলোচনাসভায় অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নিজের বক্তব্যে বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে কোন রাজনৈতিক পক্ষপাতিত্বকে প্রাধান্য না দেওয়ার অনুরোধ করেন মমতা। তিনি বলেন বিচার ব্যবস্থা স্বচ্ছ ও সৎ হওয়া প্রয়োজন। প্রধান বিচারপতির সামনেই বিচার ব্যবস্থাকে বিশ্বস্ত এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আইনের লোক হিসেবে তিনি কয়েকটা কেস লড়েছেন তাই তিনি জানেন যে বিচার ব্যবস্থা যদি সাহায্য না করে মানুষের অন্য কোথাও যাওয়ার উপায় থাকে না। সেই দিক থেকে বিচার ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলি আইন সম্মেলনের মন্তব্য মুখ্যমন্ত্রীর।

দেশের বিচার ব্যবস্থায় ব্যাপক আধুনিকীকরণ আনা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অনেক বেশি নজর কেড়েছেন। সেই সঙ্গে সংবিধান রক্ষায় তাঁর বার্তা বারবার তাঁকে আলোচনায় এনে দিয়েছে। প্রধান বিচারপতি হয়ে প্রথমবার কলকাতায় আসেন তিনি শুক্রবার। রাজ্যের একাধিক মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। এই আবহে অসমাপ্ত মামলা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিচারপতির কোনও কথা হয় কিনা সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। প্রধান বিচারপতি এদিন বাকস্বাধীনতার পাশাপাশি সাংবিধানিক নৈতিকতার কথাও তুলে ধরেন।


 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version