Friday, January 9, 2026

৫০ বছর একসঙ্গে থাকার পর স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত ব্রিটিশ দম্পতির! কারণ জানলে অবাক হবেন

Date:

Share post:

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রোগভোগের সমস্যা। আর সেকারণেই নরকযন্ত্রণা থেকে মুক্তি পেতে স্বেচ্ছা মৃত্যুবরণ (Voluntary Death) করলেন নেদারল্যাণ্ডসের (Netharlands) এক প্রবীণ দম্পতি। দীর্ঘ ৫০ বছর একসঙ্গে থাকলেও বয়সের পাশাপাশি রোগভোগ গ্রাস করেছিল দম্পতিকে। তাই শেষমেশ তাঁরা দুজনেই জীবন আর বয়ে নিয়ে যেতে চাননি। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি জুন মাসের শুরুর দিকেই তাঁরা এমন সিদ্ধান্ত নেন। আর তাঁদের এই কাজে সাহায্য করেন দুই চিকিৎসক। স্বেচ্ছা মৃত্যুর জন্য প্রাণনাশী ওষুধ দেওয়া হয় তাঁদের।

যদিও নেদারল্যান্ডসে স্বেচ্ছামৃত্যু একটি বৈধ পন্থা। তবে এটা বিরলও বটে। তা সত্ত্বেও সেদেশের বহু মানুষ এমন পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু আচমকা কেন এমন পথ বেছে নিলেন জ্যান (৭০) এবং ইলস (৭১) নামে ওই দম্পতি? একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত্যুর ৭২ ঘণ্টা আগেও তাঁরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। সেখানেই উঠে আসে তাঁদের জীবনের জানা-অজানা কাহিনী। দম্পতি জানিয়েছিলেন, দীর্ঘ পাঁচ দশক তাঁরা দুজন একসঙ্গে ছিলেন। তবে জীবনের বেশিরভাগ সময় তাঁরা কাটিয়েছেন নৌকায় করে। তবে জীবনের শেষ পর্বে এসে একটি ভ্যানে থাকতেন তাঁরা। কারণ নিজেদের বাড়িতে থাকতে মন চাইত না দম্পতির। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, যেহেতু নৌকায় থাকতেন তাঁরা, নিজেদের জীবন অতিবাহিত করতে সেই নৌকা নিয়েই পরিবহণের ব্যবসায়ও নেমেছিলেন ইলসের স্বামী জ্যান। তবে জ্যান জানিয়েছিলেন একসময় ভারী কাজ করতে করতে তাঁর পিঠের ব্যথার সৃষ্টি হয়। আর তারপর থেকেই ধীরে ধীরে কর্মহীন হয়ে পড়েন জ্যান। পাশাপাশি বয়সের ভারেও জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি। পরে ২০০৩ সালে জ্যান পিঠের অস্ত্রোপচার করলেও লাভের লাভ হয়নি। তবে ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেন।

তবে এখানেই শেষ নয়, জ্যান আরও জানিয়েছিলেন তাঁর শারীরিক অসুস্থতা চলাকালীন আচমকাই তাঁর স্ত্রী ইলসের স্মৃতিভ্রমের সমস্যা দেখা যায়। সেখান থেকে ভালো হওয়ার কোনও সম্ভাবনাই ছিল না ইলসের। এরপর নিজেদের ছেলেদের সিদ্ধান্তের কথা জানিয়ে জুন মাসেই মৃত্যুবরণ করেন ওই ব্রিটিশ দম্পতি।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...