Saturday, November 8, 2025

নিউমার্কেট এলাকায় হকার সমস্যা মিটিয়ে একমাসের মধ্যে এলাকায় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এনিয়ে শুক্রবার এলাকায় পরিদর্শনও করে পাঁচ সদস্যের হাইপাওয়ার কমিটি। তার মধ্যেই শনিবার হকারদের দুই দলের অশান্তিতে অশান্ত হল নিউমার্কেট চত্বর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন একদল হকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থনে যান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। পুলিশের আশ্বাসে অবরোধ উঠলেও যানজটে দুর্ভোগের শিকার হয় শহরের মানুষ।

নিউমার্কেট চত্বরকে হকারদের স্বার্থ বজায় রেখে পথচারীদের জন্য সাজিয়ে তুলতে ইতিমধ্যেই সমীক্ষা শুরু করেছে হাইপাওয়ার কমিটি। মুখ্যমন্ত্রী সেই রিপোর্ট নেবেন কমিটির থেকে। তার আগেই শনিবার নিউমার্কেটের হকারদের একদল এলাকায় পার্কিং করতে বাধা দেয়। পথের ধারের অস্থায়ী হকারদের বিভিন্ন নির্দেশ দেওয়া থেকে একাধিক বিষয়ে অন্য দল হকারদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। পরিস্থিতি বড় আকার নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতিতে গড়ায়।

অশান্তির পরিবেশে নিউমার্কেট, সেই সংলগ্ন হগ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ হকাররা এস এন ব্যানার্জি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। যানজট হয়ে যায় ধর্মতলা-শিয়ালদহ সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে দুপক্ষের মধ্যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে।

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, নিউমার্কেট থানায় এসেছিলেন হকাররা। তাঁদের সব অভিযোগ গ্রহণ করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনও ব্যবসায়ী নিরাপত্তাহীনতার যথাযথ অভিযোগ করেন তাহলে পিকেটিং বা যেমন প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কেউ নিরাপত্তাহীনতার অভিযোগ করেনি। এলাকায় পুলিশ পিকেট শুধু নয়, পুলিশের আধিকারিকদের উপস্থিতির নিশ্চয়তা দেন তিনি।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version