Monday, May 19, 2025

বিচারব্যবস্থায় রাজনৈতিক রং কাম্য নয়: মুখ্যমন্ত্রী, সাংবিধানিক নৈতিকতার পক্ষে সওয়াল CJI-র

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের বার লাইব্রেরির দ্বিশতবর্ষ (Calcutta High Court Bar Library Bicentenary) উপলক্ষে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির (National Judicial Academy) একটি আলোচনাসভায় বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একমঞ্চে দেখা গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud)এবং বাংলার মুখ্যমন্ত্রীকে। বাইপাসের ধারে একটি হোটেলের বলরুমে আয়োজিত জুডিশিয়াল অ্যাকাডেমির (Juducial Academy) আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমও (T. S. Sivagnanam)। কলকাতা হাইকোর্টের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি জানান, বিচার ব্যবস্থা সচল রাখতে আদালত অবিরাম কাজ করে চলেছে। কোভিড কালেও এই কাজ থমকে যাইনি। এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানান সিজিআইকে। তিনি বলেন, “দেশের প্রধান বিচারপতির সঙ্গে একই মঞ্চে থাকতে পেরে আমি গর্বিত। বিচারপতি চন্দ্রচূড় খুবই জনপ্রিয়। তাঁর বাবাও দেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কলকাতা হাই কোর্টের বিচারপতিদেরও ধন্যবাদ।’’

এদিনের বক্তব্যে বাংলার মুখ্যমন্ত্রী আইন সংক্রান্ত নানা খুঁটিনাটি বিষয়ের কথা উল্লেখ করে রাজ্যের সহযোগিতার কথা জানান। মমতা (Mamata Banerjee) বলেন, “বিচারব্যবস্থা আমাদের কাছে পবিত্র, মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বারের মতো। সরকার বিচারব্যবস্থার সঙ্গে আছে। যদি বিচারব্যবস্থা আমাদের সাহায্য না করে, তা হলে মানুষ কোথায় যাবে। যখন মানুষের জীবনে সমস্যা আসে, তখন মানুষের বিশ্বাস থাকে যে, দেশের বিচারব্যবস্থায় আমাদের রক্ষা করবে। বিচারপতি চন্দ্রচূড় দেশের বিচারব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করছেন। আমরা বিচারব্যবস্থাকে উন্নত করতে হাজার কোটি খরচ করেছি। ৭০ একর জমি দিয়েছি। রাজারহাটে নতুন হাই কোর্টের জায়গা দিয়েছি। ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট রয়েছে, যার মধ্যে ৫৫টি মহিলাদের জন্য। ৯৯টি মানবাধিকার কোর্ট রয়েছে।’’ মুখ্যমন্ত্রী জানান তিনি নিজেও আইনের লোক। তাঁর মতে, বিচারব্যবস্থায় কোনও রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব কাম্য নয়। বিচারব্যবস্থার এক দম বিশুদ্ধ এবং সৎ থাকা উচিত। গোপনীয়তা বজায় থাকা উচিত।

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য পেশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI)। এদিন শুরু থেকেই তিনি সাংবিধানিক নৈতিকতা নিয়ে কথা বলেন। বিচারপতি চন্দ্রচূড় জানান, একজন ভারতীয় যেমন চায় তেমন ভাবতে পারে, যা চায় তা বলতে পারে, যাকে চায় তাঁর পুজো করতে পারে, যাকে অনুসরণ করতে চায় করতে পারে, যা ইচ্ছে খেতে পারে এমনকি যাকে ইচ্ছে তাঁকেই বিয়ে করতে পারে। এটাই সাংবিধানিক নৈতিকতা। CJI বলেন, “আমি মনে করি বিচারকরা মানুষের সেবক। বিচারকেরা বিচার করুন কিন্তু অন্যের সম্পর্কে আগেভাগে কোনও ধারণা তৈরি করে ফেলবেন না। সহানুভূতি রাখতে হবে। মনে রাখতে হবে, আমাদের সামনে যাঁরা দাঁড়িয়ে থাকেন তাঁরা মানুষ।’’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানেন ৫১ হাজারেরও বেশি রায় অন্য ভাষায় অনুবাদ করা হচ্ছে। বাংলা এবং ওড়িয়া-সহ সংবিধান যে ভাষাকেই স্বীকৃতি দেয় সেই সব ভাষায় অনুবাদ করা হয় রায়। শেষে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেককে বৈচিত্র্যকে গ্রহণ করে সহনশীল হওয়ার পরামর্শ দেন ডি ওয়াই চন্দ্রচূড়।

 

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...