Monday, August 11, 2025

‘এবার রাহুলের জন্য়’, ভারতীয় দলকে আর্জি পরিচালক সৃজিতের

Date:

Share post:

৫০ ওভারের ক্রিকেটে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের আগে ভারতীয় দলের যে স্কোয়াড ছিল তা নিয়ে অনুরাগীরা অনেকটাই আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু বিশ্বকাপ জয়ের ব্যাপারে ফাইনালের আগের দিনও ভারতীয় সমর্থকদের মনে একটা বিরাট আত্মবিশ্বাস ছিল, যার অন্যতম কারণ ছিলেন শচীন তেন্ডুলকার। ক্রিকেটের ঈশ্বরের শেষ বিশ্বকাপে কাপটি তাঁর হাতে তুলে দিতে ভারত যে সম্পূর্ণ আলাদা চেহারায় ফাইনাল খেলতে নামবে, তা যেন ভারতীয় সমর্থকরা নিশ্চিত ছিলেন। তারই প্রতিফলন ফাইনালে ওয়াংখেড়ের মাঠে দেখা গিয়েছিল। এবার ঠিক সেভাবেই রাহুল দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জয়ের আবেদন ভারতীয় খেলোয়াড়দের কাছে রাখলেন বাংলার চিত্র পরিচালক সৃজিত মুখার্জী।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে তাঁর যে দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল তারও সমাপ্তি হবে বলেই অনুমান। ২০১১ সালের মার্চে ভারতীয় ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর নিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। তার আগের বছর একদিনের ক্রিকেট জীবনেও ইতি টেনেছিলেন তিনি। ফলে ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ খেলার সম্ভাবনাও ছিল না তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে বহু নজির করা ভারতীয় ক্রিকেটের মিডল অর্ডারের এই স্তম্ভের ঝুলিতে কোনও আইসিসি ট্রফি আসেনি।

খেলোয়াড় হিসাবে ভারতীয় জার্সি খুলে রাখার পর ২০২১ সালে কোচ হিসাবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তাঁর দ্বিতীয় ইনিংস শুরু হয়। এবারই রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বর ঝুলিতে আইসিসির ট্রফি তুলে দেওয়ার আর্জি ভারতীয় দলের কাছে রাখছেন পরিচালক সৃজিত মুখার্জী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “২০১১, আমরা শচীনের জন্য লড়েছিলাম। ২০২৪, আসুন রাহুল দ্রাবিড়ের জন্য লড়ি”।

spot_img

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...