Monday, November 3, 2025

৫০ ওভারের ক্রিকেটে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের আগে ভারতীয় দলের যে স্কোয়াড ছিল তা নিয়ে অনুরাগীরা অনেকটাই আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু বিশ্বকাপ জয়ের ব্যাপারে ফাইনালের আগের দিনও ভারতীয় সমর্থকদের মনে একটা বিরাট আত্মবিশ্বাস ছিল, যার অন্যতম কারণ ছিলেন শচীন তেন্ডুলকার। ক্রিকেটের ঈশ্বরের শেষ বিশ্বকাপে কাপটি তাঁর হাতে তুলে দিতে ভারত যে সম্পূর্ণ আলাদা চেহারায় ফাইনাল খেলতে নামবে, তা যেন ভারতীয় সমর্থকরা নিশ্চিত ছিলেন। তারই প্রতিফলন ফাইনালে ওয়াংখেড়ের মাঠে দেখা গিয়েছিল। এবার ঠিক সেভাবেই রাহুল দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জয়ের আবেদন ভারতীয় খেলোয়াড়দের কাছে রাখলেন বাংলার চিত্র পরিচালক সৃজিত মুখার্জী।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে তাঁর যে দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল তারও সমাপ্তি হবে বলেই অনুমান। ২০১১ সালের মার্চে ভারতীয় ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর নিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। তার আগের বছর একদিনের ক্রিকেট জীবনেও ইতি টেনেছিলেন তিনি। ফলে ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ খেলার সম্ভাবনাও ছিল না তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে বহু নজির করা ভারতীয় ক্রিকেটের মিডল অর্ডারের এই স্তম্ভের ঝুলিতে কোনও আইসিসি ট্রফি আসেনি।

খেলোয়াড় হিসাবে ভারতীয় জার্সি খুলে রাখার পর ২০২১ সালে কোচ হিসাবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তাঁর দ্বিতীয় ইনিংস শুরু হয়। এবারই রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বর ঝুলিতে আইসিসির ট্রফি তুলে দেওয়ার আর্জি ভারতীয় দলের কাছে রাখছেন পরিচালক সৃজিত মুখার্জী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “২০১১, আমরা শচীনের জন্য লড়েছিলাম। ২০২৪, আসুন রাহুল দ্রাবিড়ের জন্য লড়ি”।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version