Saturday, August 23, 2025

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত মডিউলের আরও এক জঙ্গিকে চেন্নাই থেকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে এল বেঙ্গল এসটিএফ। আনোয়ার শেখ নামে ওই যুবক পরিযায়ী শ্রমিক হিসাবে চেন্নাই গিয়েছিল। এক্ষেত্রেও তদন্তে উঠে আসছে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এমন এক নাম যার পরিচয় বা আপাত আচার ব্যবহার দেখে কোনওভাবেই জঙ্গি সংগঠনের সদস্য বলে অনুমান করাই সম্ভব নয়।

প্রতিবেশী দেশের সাম্প্রতিক মাথাচাড়া দিয়ে ওঠা শাহাদাত মডিউলের ক্ষেত্রে দেখা গিয়েছে সংগঠন বাড়ানোর দিকেই ঝোঁক তাদের বেশি কাজ করছে। মোবাইলে নিজস্ব অ্যাপের মাধ্যমে নীতি আদর্শের দিকে মিল থাকা যুবক যুবতীদের সংগঠনের সদস্য করার কাজ চালাচ্ছে জঙ্গি গোষ্ঠীর মাথারা। সেই মতোই কাঁকসার কলেজ ছাত্রকে প্রথম গ্রেফতারিতেও মগজ ধোলাইয়ের তত্ত্ব পেয়েছেন তদন্তকারীরা।

কাঁকসার কলেজ পড়ুয়া ও হাওড়া স্টেশনে গ্রেফতার হওয়া যুবকের সূত্র ধরেই চেন্নাই থেকে আনোয়ারকে গ্রেফতার করে এসটিএফ। দুই সঙ্গী গ্রেফতার হওয়াতেই চেন্নাইতে সে গা ঢাকা দিয়েছিল বলে দাবি, তদন্তকারীদের। অন্যদিকে নিষিদ্ধ বলে ঘোষণা হওয়ায় বাংলাদেশেও সাম্প্রতিককালে শাহাদাত মডিউলের জঙ্গিদের গ্রেফতারি নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সঙ্গেও যোগাযোগ রাখছে এসটিএফ।

শুক্রবার চেন্নাইয়ের পরিযায়ী শ্রমিক অধ্যুসিত এলাকা থেকে আনোয়ারকে গ্রেফতারের পরই চেন্নাই আদালতে তাকে পেশ করা হয়। ফের শনিবার তাকে ট্রানজিট রিমান্ডে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version