Monday, November 3, 2025

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত মডিউলের আরও এক জঙ্গিকে চেন্নাই থেকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে এল বেঙ্গল এসটিএফ। আনোয়ার শেখ নামে ওই যুবক পরিযায়ী শ্রমিক হিসাবে চেন্নাই গিয়েছিল। এক্ষেত্রেও তদন্তে উঠে আসছে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এমন এক নাম যার পরিচয় বা আপাত আচার ব্যবহার দেখে কোনওভাবেই জঙ্গি সংগঠনের সদস্য বলে অনুমান করাই সম্ভব নয়।

প্রতিবেশী দেশের সাম্প্রতিক মাথাচাড়া দিয়ে ওঠা শাহাদাত মডিউলের ক্ষেত্রে দেখা গিয়েছে সংগঠন বাড়ানোর দিকেই ঝোঁক তাদের বেশি কাজ করছে। মোবাইলে নিজস্ব অ্যাপের মাধ্যমে নীতি আদর্শের দিকে মিল থাকা যুবক যুবতীদের সংগঠনের সদস্য করার কাজ চালাচ্ছে জঙ্গি গোষ্ঠীর মাথারা। সেই মতোই কাঁকসার কলেজ ছাত্রকে প্রথম গ্রেফতারিতেও মগজ ধোলাইয়ের তত্ত্ব পেয়েছেন তদন্তকারীরা।

কাঁকসার কলেজ পড়ুয়া ও হাওড়া স্টেশনে গ্রেফতার হওয়া যুবকের সূত্র ধরেই চেন্নাই থেকে আনোয়ারকে গ্রেফতার করে এসটিএফ। দুই সঙ্গী গ্রেফতার হওয়াতেই চেন্নাইতে সে গা ঢাকা দিয়েছিল বলে দাবি, তদন্তকারীদের। অন্যদিকে নিষিদ্ধ বলে ঘোষণা হওয়ায় বাংলাদেশেও সাম্প্রতিককালে শাহাদাত মডিউলের জঙ্গিদের গ্রেফতারি নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সঙ্গেও যোগাযোগ রাখছে এসটিএফ।

শুক্রবার চেন্নাইয়ের পরিযায়ী শ্রমিক অধ্যুসিত এলাকা থেকে আনোয়ারকে গ্রেফতারের পরই চেন্নাই আদালতে তাকে পেশ করা হয়। ফের শনিবার তাকে ট্রানজিট রিমান্ডে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।

Related articles

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব

দীর্ঘদিন পরে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য (Chirenjit Bhattacharya)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য...

যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে! মৃত ১২, আহত ৫০

রাজস্থানের যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে (Jodhpur in Rajsthan)! ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জয়পুরের হারমাদা...

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

৩ নভেম্বর (সোমবার), ২০২৫   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...

Gold Silver Price: সপ্তাহের শুরুতে বাড়ল সোনার দাম

সোমবার ৩ নভেম্বর, ২০২৫   ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১২১২০ ₹     ১২১২০০ ₹ খুচরো পাকা সোনা    ১২১৮০...
Exit mobile version