CULET Guide- আইনজীবী দীপাঞ্জন মিত্রের লেখা বইটি সম্প্রতি প্রকাশিত হল ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে। সঙ্গে অধ্যাপক শিবনাথ মুখোপাধ্যায় এবং আইনজীবী সহেলি সেনের দুটি বইয়ের (Book) প্রচ্ছদ প্রকাশিত হল সেই সন্ধেয়। তবে, অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে সম্রাট চট্টোপাধ্যায়ের (Samrat Chatterjee) ‘দুর্গোৎসব ৪৩২’ তথ্যচিত্রটি।
দেশে-বিদেশে প্রশংসিত সম্রাট চট্টোপাধ্যায়ের ‘দুর্গোৎসব ৪৩২’ তথ্যচিত্রটি (Documentary) ছিল অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ। এদিনের অনুষ্ঠানেও সেটি প্রশংসা কুড়িয়ে নেয়। সেরিনা চট্টোপাধ্যায়ের গণেশ বন্দনা সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন গৈরিকা ভট্টাচার্য।