রবিতে ভাসবে দক্ষিণবঙ্গ, কমলা সতর্কতা উত্তরে !

বৃষ্টিস্নাত রবিবারের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। ভিজবে কলকাতা, দক্ষিণের সব জেলাতেই কমবেশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস(Heavy Rain Alert)। হাওয়া অফিস বলছে আজ দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই জেলাগুলিতে।

দক্ষিণে যখন বর্ষা এসেছে তখন উত্তরবঙ্গেও কমছে না দুর্যোগ। রবিবার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 

Previous articleবিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর
Next articleপেরুকে ২-০ গোলে হারল মেসিহীন আর্জেন্তিনা, জোড়া গোল লাউতারো মার্টিনেজের