বেআইনি হকার উচ্ছেদ ঘিরে দুদিন আগেই শহরে আনা হয়েছিল বুলডোজার! বুধবার অভিযান চালানো হয়েছিল বিধাননগর পুরনিগমের চত্বরে। বিধাননগর পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ড এবং সেক্টর ফাইভে বুলডোজার দিয়ে একাধিক দোকানের কাঠামো ভাঙা হয়। বৃহস্পতি এবং শুক্রতেও চলে এই অভিযান। রবিবার শহরে ফের চলল বুলডোজার। ক্যামাক স্ট্রিটে কলকাতা পুরসভার ৪০ বছরের পুরনো ঘর ভাঙলেন কলকাতা পুরসভার আধিকারিকরা ও শেক্সপিয়র থানার পুলিশ। ৬৩ নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার ঘরটি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাঙা হল, দাবি কলকাতা পুরসভার।
গত সোমবার নবান্ন সভাঘরে বিভিন্ন পুরনিগমগুলির মেয়র, পুরসভার চেয়ারম্যান এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে রাজ্যের পুর পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি জমির জবরদখল নিয়েও সরব হন তিনি। তাঁর তোপের মুখে পড়েন রাজ্যের একাধিক মন্ত্রী।