কেদারনাথে তুষার ধ্বস, ভয়ঙ্কর ভিডিও পুণ্যার্থীদের মোবাইলে

মন্দিরের দরজা খোলার আগেই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকলেন পুণ্যার্থীরা। কেদারনাথ মন্দিরের পিছনে গান্ধী সরোবরের (Gandhi Sarobar) পাশে পর্বতের ঢাল বেয়ে নেমে আসে বিরাট তুষার ধ্বস

প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে সামনে উত্তর ভারতের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ থেকে উত্তর প্রদেশের একাংশ। বিভিন্ন নদীতে পরপর হড়পা বানের পরে এবার ভয়ঙ্কর তুষার ধ্বসের ঘটনা কেদারনাথ (Kedarnath) মন্দিরের কাছে। মন্দিরের ঠিক পিছনের পাহাড়ের গা বেয়ে হুড়মুড়িয়ে অ্যাভালেঞ্জ (avalanche) নেমে আসার ঘটনা ক্যামেরা বন্দি করলেন তীর্থযাত্রীরা। যদিও এতে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

গত এক মাস ধরে প্রবল পুণ্যার্থীর ভিড় কেদারনাথে। সেই সঙ্গে তুষারপাতেরও দেখা মিলছে। তবে রবিবার ভোরে মন্দিরের দরজা খোলার আগেই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকলেন পুণ্যার্থীরা। কেদারনাথ মন্দিরের পিছনে গান্ধী সরোবরের (Gandhi Sarobar) পাশে পর্বতের ঢাল বেয়ে নেমে আসে বিরাট তুষার ধ্বস। তবে এই ধরনের তুষার ধ্বসের ঘটনা এই এলাকায় নতুন নয় বলেই দাবি রুদ্রপ্রয়াগের সিনিয়র এসপি।

শনিবার হরিদ্বারে (Haridwar) গঙ্গার পাশে দাঁড় করানো একাধিক গাড়ি এমনকি বাসও গঙ্গার জলের তোড়ে ভেসে যায়। গঙ্গায় হঠাৎ জল বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা হয়। কেদারনাথের এই তুষার ধ্বসের ফলে ফের উত্তরের নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।