Monday, August 25, 2025

ভারতের পদক্ষেপে ব্যাকফুটে পাকিস্তান, দুপুরেই বিশেষ বৈঠক পাক প্রধানমন্ত্রীর

Date:

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Terrorist attack in Pahelgam, Kashmir) প্রাণ হারিয়েছেন ২৬ জন। রাগ ফুঁসছে গোটা দেশ। সন্ত্রাসের মদতকারীদের কড়া জবাবের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি, বন্ধ করা হয়েছে ওয়াঘা বর্ডার, বাতিল ভিসা। ভারত সরকারের (Government of India) পাঁচ সিদ্ধান্তে বিপাকে পাকিস্তান (Pakistan) । তড়িঘড়ি বৈঠক ডেকেছেন পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif, Prime Minister of Pakistan)। নয়াদিল্লির পদক্ষেপের জবাব দিতে তৎপর ইসলামাবাদ।

কাশ্মীরে হামলার চব্বিশ ঘণ্টার মধ্যে ভারতের প্রত্যাঘাতে বিপাকে পড়শী রাষ্ট্র। বর্ডার বন্ধ, জল না, ভিসাতেও না। এবার কী করবে ইসলামাবাদ? কী করে সামাল দেওয়া যাবে পরিস্থিতি?পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে বৈঠকে সে দেশের জাতীয় নিরাপত্তা কমিটি। পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের (মিলিটারি অ্যাটাশে) ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা থেকে এক্স হ্যান্ডেল ব্লক করে দেওয়া বা জলচুক্তি স্থগিত কিংবা সীমান্তের ট্রানজিট পয়েন্ট বন্ধের সিদ্ধান্তকে করা ভালো চোখে দেখছে না পাক সরকার। বিষয়টিকে ‘গুরুতর উস্কানি’ আখ্যা দিয়ে পাকিস্তান বিদেশ মন্ত্রকের অভিযোগ কোনও প্রমাণ ছাড়াই ভারত একতরফা নিষেধাজ্ঞা চাপিয়েছে। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে পাক উপপ্রধানমন্ত্রী মহম্মদ ইশারদার বৃহস্পতিবার বলেন, ‘‘ভারতের প্রতিটি পদক্ষেপের কড়া এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।’’ সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পহেলগামে জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। গত মঙ্গলবার হামলার কয়েক ঘণ্টা পরেই রাতের দিকে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) পর্যটক হত্যালীলার দায় স্বীকার করেছে। আর লস্কর যে পাক প্রশাসন এবং আইএসআই মদতপুষ্ট একথা আজ বিশ্বের কাছে অত্যন্ত স্পষ্ট। ভারতের পদক্ষেপে যথেষ্ট ব্যাকফুটে পাকিস্তান। সে দেশের স্মৃতিতে এখনও টাটকা ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মুভমেন্ট। পড়শি রাষ্ট্রের সামরিক এই তৎপরতার দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লিও।করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। আজ দুপুরের বৈঠকে শাহবাজ সরকারের পদক্ষেপ কী হতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা বেড়েছে কূটনৈতিক মহলে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version