ধরা পড়েও স্বরূপ বদলায়নি অভিযুক্ত ‘গ্যাংস্টার’ সুবোধ সিংয়ের। সোমবার, তাঁকে আদালতে তোলার সময় CID-কে তিনি প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। ধৃত ‘গ্যাংস্টার’ সুবোধ হেফাজতে চেয়ে আবেদন করতে চায় সিআইডি। কিন্তু ন্যায় সংহিতা জারির প্রতিবাদে সোমবার আসানসোল আদালতে আইনজীবীদের একাংশের কর্মবিরতি চলায় মামলার শুনানি হল না। ৩ জুলাই ফের সুবোধকে আদালতে পেশ করা হবে।