গত শনিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে অসাধারন ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। সূর্যর ওই ক্যাচটাই ম্যাচের রং বদলে দেয়। হারা ম্যাচ জয় করে নেয় টিম ইন্ডিয়া। শেষ ওভারের প্রথম বলে অনবদ্য ক্যাচ ধরে ডেভিড মিলারকে আউট করেছিলেন সূর্য। চাপের সময় কীভাবে ওরকম ক্যাচ ধরেছিলেন সূর্যকুমার? সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ।

এই নিয়ে ভারতীয় ফিল্ডিং কোচ বলেন, “ অনেকেই সূর্যকুমারের ক্যাচটা নিয়ে জানতে চাইছেন। অনুশীলনে এরকম ক্যাচ ও অন্তত ৫০টা ধরেছে। তবে ম্যাচের সময় সিদ্ধান্তটা ওরই ছিল। উপস্থিত বুদ্ধি এবং ক্রিকেট সচেতনতার উদাহরণ ওই ক্যাচ। বাউন্ডারির দড়ি কোথায় আছে, সে সম্পর্কে স্বচ্ছ ধারণা ছিল সূর্যকুমারের। তাই ওকে ক্যাচটা ধরার সময় যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। নিজে লাইনের বাইরে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বল শূন্য ছুড়ে দিয়েছিল। আবার মাঠের মধ্যে পা দেওয়ার পর ক্যাচ সম্পূর্ণ করেছে। ওই মুহূর্তে ওটা সম্পূর্ণ সূর্যকুমারের সিদ্ধান্ত।”

মিলারের ওই ক্যাচের জন্য বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার। খেলা শেষ হওয়ার পর সাজঘরে সূর্যকুমারের হাতে সেরা ফিল্ডারের পদক তুলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে দাপট হরমনপ্রীতদের, হারালেন ১০ উইকেটে
