Monday, November 3, 2025

রথযাত্রার আগেই ভক্তদের জন্য দুঃসংবাদ! জগন্নাথদেবের দর্শন নিয়ে বড় সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

Date:

রথযাত্রার (Rathyatra) আগেই ভক্তদের জন্য দুঃসংবাদ! রথের আগে জগন্নাথ (Jagannath) দর্শনে আপাতত দাঁড়ি টানল মন্দির কর্তৃপক্ষ। গত কয়েক শতাব্দী ধরেই পুরীর মন্দিরে (Puri Temple)কিছু প্রথা মেনে চলা হয়। তার অন্যথা হয়নি কখনও। তবে এবছর প্রথাগত নিয়মে ঘটেছে পরিবর্তন। পুরনো নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর টানা ১৫ দিন ধরে জ্বরে অসুস্থ থাকেন জগন্নাথদেব। তার ঠিক দু দিন পরেই হয় রথযাত্রা। এর মাঝে মন্দিরে জগন্নাথদেবের বিগ্রহে রূপটানের অনুষ্ঠান নেত্র উৎসব এবং নবযৌবন উৎসব চলে। কিন্তু চলতি বছর সেই সমস্ত নিয়ম আচারে বদল ঘটতে চলেছে। উল্লেখ্য টানা অসুস্থতার পর নবযৌবন বেশে পুরীর মন্দিরের রত্ন বেদীতেই ভক্তদের মুখোমুখি হন জগন্নাথদেব। ভক্তরা মন্দিরে প্রবেশ করে ভগবানেই নতুন রূপ দেখতে পান। কিন্তু এবছর সেই সুযোগ পাবেন না ভক্তরা।

মন্দিরের তরফে সাফ জানানো হয়েছে, তিথির কারণে এই বছর একই দিনে নেত্র উৎসব, নবযৌবন বেশ এবং রথযাত্রার অনুষ্ঠান পড়েছে। স্নানযাত্রার ১৫ দিন বাদেই আষাঢ় মাসে শুক্লা দ্বাদশী বা রথযাত্রার তিথি। ফলে সেবায়েতরা সকলে মিলেই ঠিক করেছেন যে এবছর আর মন্দিরে ঢুকে ভক্তরা জগন্নাথদেবের নবযৌবন বেশ দর্শন করবেন না। জগন্নাথদেবের রথে আরোহণের অনুষ্ঠান দেখার টিকিটও বিক্রি করা হবে না।

মূলত জগন্নাথদেবের রথের দড়িতে টান পড়তে যাতে বেশি সময় নষ্ট না হয় সেবিষয়ে নজর রাখা হচ্ছে। মন্দিরের সেবায়েত সূত্রে খবর, রথ টানা শুরু হতে বেশি দেরি হলে সূর্যাস্তের সময়ে কিছু দূর এগিয়ে রথ থেমে পথে অপেক্ষা করবে। পরের দিন আবার রথ টানা হবে। এই বিষয়টা মাথায় রেখেই রাজ্য প্রশাসন দুদিন ধরে রথযাত্রা সামলানোর ব্যবস্থা করে রাখছেন।


Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version