Monday, November 17, 2025

ইন্দোনেশিয়ার যোগকার্তায় একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ১৭ বছর বয়সী চিনের তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় ঝাং ঝিজি। আজ, সোমবার কর্মকর্তাদের তরফে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ঝাং ঝিজি রবিবার গভীর রাতে এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে জাপানের কাজুমা কাওয়ানোর বিরুদ্ধে খেলছিলেন। ম্যাচের প্রথম গেম চলাকালীন কোর্টের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। খেলার ফল যখন ১১-১১, সেই সময় কোর্টে লুটিয়ে পড়েন ১৭ বছরের শাটলার। খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। অ্যাম্বুলেন্সে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। প্রাথমিকভাবে চেষ্টা করা হলেও শেষরক্ষা হয় নি। ডাক্তাররা কিছুক্ষনের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এএফপি ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের মুখপাত্র জানান হঠাৎ করেই ঝাং ঝিজি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। খবর জানার পরেই ইন্দোনেশিয়ায় আসছেন তাঁর মা বাবা। ইতিমধ্যেই অলিম্পিক্সে জোড়া পদক জয়ী ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু এই মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এমন এক খারাপ সময়ে আমি ঝাং-এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বিশ্ব এক অসাধারণ প্রতিভাকে হারাল। শোক প্রকাশের কোনও ভাষা নেই।’

গভর্নিং বডি, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে ‘উদীয়মান ব্যাডমিন্টন প্রতিভা ঝাং ঝিজিকে হারিয়ে আমরা দুঃখিত। আমরা ওর পরিবার, ওর সতীর্থ, চিনা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং সমগ্র চিনা ব্যাডমিন্টন সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুন- ফাইনালে কীভাবে ওরকম ক্যাচ ধরেছিলেন সূর্যকুমার ? মুখ খুললেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ


Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version