Wednesday, November 5, 2025

অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন ভাঙড়ের আরাবুল ইসলাম

Date:

অবশেষে জামিন পেলেন আরাবুল ইসলাম (Arabul Islam)। আজ, মঙ্গলবার ভাঙড়ের তৃণমূল নেতাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আরাবুলের জামিন মঞ্জুর করে। গত পঞ্চায়েত ভোটের সময় এক আইএসএফ কর্মী খুনের মামলায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আরও কিছু মামলা যোগ হয়। প্রায় চারমাস জেলখাটার পর অবশেষে মঙ্গলবার জামিন পেলেন তিনি। এর আগে অন্য ৯টি মামলাতেও জামিন পান আরাবুল। ফলে এবার জেলমুক্ত হবেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক।

গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে (Arabul Islam)। তাঁর বিরুদ্ধে খুনের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতার হওয়ার পর জামিন চেয়ে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন আরাবুল। সেখানে তাঁর আইনজীবীরা জানান, দীর্ঘ দিন ধরে বাড়িতে চিকিৎসাধীন আরাবুল ইসলাম। তাই তাঁকে জামিন দেওয়া হোক। যদিও পুলিশের আপত্তিতে তখন জামিন মেলেনি আরাবুলের।

এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আরাবুল। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুলের স্ত্রী জাহানারা বিবিও। আরাবুলের বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, রাজ্যের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট। এবার তাঁকে জামিন দেওয়া হল। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আরাবুলের কোনও সাংগঠনিক পদ নেই। তিনি তৃণমূলের একজন সাধারণ সদস্য মাত্র।

আরও পড়ুন: সওকতের বি.রুদ্ধে মা.মলা প্র.ত্যাহার, জ.রিমানার টাকায় আদালত চত্বরে গাছ লাগানোর নির্দেশ

 

 

Related articles

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...
Exit mobile version